
মমিতা।
হু হু করে কাঁদে মোর মন
সন্ধ্যা প্র্যাতে দিবানিশি অনুক্ষণ,
কিসের তরে তার হাহাকার
ক্ষুধা তৃষ্ণা কৃষ্টি ক্রীড়ায় নির্বিকার।
আহারে মন "তুহ মম শ্যাম"
পিঞ্জিরায় মোর বাসছো বাসা কি ধাম!
খেলছো তুমি আমায় নিয়ে আজ অবধি
চরম পরম সময় কেটেও শূন্যতা নিরবধি।
সুরের মূর্ছনায় মোরে রাখো খানিক ভুলিয়ে
অথচ শেষে তাবত সঙ্গীত দিতে চাও গিলিয়ে,
কি তোমার খামতি আমি ভেবে দিশেহারা
রূপগুন শৌর্য্য বীর্য গরিমায় আমি গোবেচারা।
তুমি যদি হতে সরব সময়ের বাঁকে বাঁকে
তোমায় দিতাম ঢেলে সুখ ঝাঁকে ঝাঁকে,
হে মোর ভ্রাতা মাতা বোন প্লাটোনিক প্রেমিকা
কেবলই একজন সে খুঁজে ফিরে মোর মনমিতা।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




