somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদিজার পরিনাম; দায় সমাজের না রাষ্ট্রের ?

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খাদিজা যখন এক দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হন তখন আশপাশে তার সতীর্থ বন্ধু বান্ধব তথা সমগোত্রীয় অনেকেই ছিলেন কিন্তু কেউ তাকে রক্ষা করতে এগিয়ে যাননি।যারা তার পাশে ছিলেন তারা কেউই অক্ষম অথর্ব ছিলেননা বলা যায় সমাজের সবচেয়ে সজীব সাহসী আর প্রাণবন্ত অংশের প্রতিনিধিরা সেখানে ছিলেন কিন্তু এদের কেউই বুক চিতিয়ে দাঁড়াননি বা দৃঢ় পায়ে এগিয়ে যাননি তাদের সতীর্থকে রক্ষা করতে।তাদের কেউ দূরে দাঁড়িয়ে হল্লাগোল্লা করেছে্ন ভয়ে আতংকে এদিক সেদিক ছুটাছুটি করেছেন আবার কেউ আয়েশ করে ক্যামেরায় এক বাস্তব হরর দৃশ্যের চিত্রায়ন করেছে্ন।এক সময় ছাত্র সমাজকে বড় একটি ফোর্স ভাবা হতো।নজরুল এদেরকে নিয়ে গান রচনা করেছিলেন “আমরা ছাত্র আমরা বল আমরা ছাত্র দল’।ছাত্রদের মাঝ থেকে ‘বল’ জিনিষটি এখন উধাও হয়ে গেছে। অবশ্য যারা রাজনীতি করে, বড় দুই দল এবং জামাতের অঙ্গ সংগঠনের সাথে যুক্ত তাদের কথা আলাদা।তারা শুধু বলবানই নয় মহা ক্ষমতাবানও।এখানে বলা হচ্ছে গণছাত্রদের কথা।এই গণছাত্রদের মতো সমাজের গণমানুষগুলিরও একই সকরুণ অবস্থা।দুর্বল হীনবীর্য। সমাজের ভেতরের বাঁধনটি আস্থে আস্থে আলগা হয়ে যাচ্ছে।সমাজ ভাঙ্গতে ভাঙ্গতে ভাঙ্গনের শেষ ইউনিটে এসে ঠেকেছে।প্রতিটি মানুষই যেন বিচ্ছিন্ন দ্বীপের মতো ভাসমান।সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী খাদিজাকে আক্রমনকারীর বিচারের আশ্বাসের সাথে সাথে আশপাশে দাঁড়িয়ে থাকাদের বিরুদ্ধেও তাঁর ক্ষোভ ঝেড়েছেন। এ ক্ষোভ আমার আপনার সকলের।প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে সাধারণের মনের কথাটিই বলেছেন।কেন তারা আক্রান্ত খাদিজাকে রক্ষা করতে এগিয়ে গেলেননা ? ভিডিওচিত্র ধারণ করেছিলেন যিনি তিনি কেন ক্যামেরাটি পকেটে ঢুকিয়ে দুইহাত মুষ্টিবদ্ধ করে ধেয়ে গেলেননা সেই পাষন্ডের দিকে ? একটি নির্মম দৃশ্যের চিত্রধারণের চেয়ে ঘটনাটি ঘটতে না দেয়া বা প্রতিহত করাটাই কি অধিক নৈতিক এবং মানবিক ছিলনা ? এখানে ভিডিও ধারণকারী বলতে হল্লাগোল্লা করা ছুটে পালানো তথা উপস্থিত সকলের কথাই বলা হচ্ছে।
আবার এটাওতো ঠিক সমাজ কেন একা এর দায়ভার বহন করবে? রাষ্ট্র কি সমাজকে এই আশ্বাস দিতে পেরেছে যে সামাজিক সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করলে রাষ্ট্র তার যথাযথ মূল্যায়ন করবে ?ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলে রাষ্ট্র তার নিরাপত্তা দেবে ? যুদ্ধাপরাধের প্রত্যক্ষদর্শী সাক্ষী জোগাড় করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তাগণ গলদঘর্ম হয়েছেন। কেন ? কারণ রাষ্ট্র তা্দেরকে এই নিশ্চয়তা দিতে পারেনি সাক্ষ্যপ্রদানোত্তর সময়ে রাষ্ট্র তাদের জান মালের পূর্ণ নিরাপত্তা দেবে।বরং একজন সাক্ষীকে খুন করে প্রতিপক্ষ উল্টো এই ম্যাসেজই দিয়েছে তাদের হাত থেকে রাষ্ট্রও তাদেরকে বাঁচাতে পারবেনা।
দুই বছর আগে ১লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার দায়িত্বে ছিল রাষ্ট্র নিয়োজিত পুলিশ বাহিনী কিন্তু পুলিশ নিরাপত্তা দিতে শুধু ব্যর্থ ই হয়নি বিবেকের তাড়নায় স্বপ্রনোদিত হয়ে সমাজেরই কিছু প্রতিবাদী মানুষ একাধিক উত্তুক্তকারীকে ধরে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকেও সসম্মাণে ছেড়ে দেয়।যারা বিবেকতাড়িত হয়ে বা সাংগঠনিক নৈতিক শিক্ষায় উজ্জীবিত হয়ে এই মহৎ কর্মটি করেছিলেন তাদেরকে কি রাষ্ট্র পুরস্কৃত করেছিল ? ঘোষণা করেছিল এরাই সমাজের আদর্শ। প্রত্যাশিত আগামীকাল ? না এ রকম কিছুই করা হয়নি কারণ যারা এই কাজ করেছিলেন তারা ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা কর্মী।ছাত্র ইউনিয়নের সুকৃতিকে হাইলাইটস করলে সরকারেরতো তাতে কোনও কৃতিত্ব থাকেনা। আর যে কাজে সরকারের কৃতিত্ব থাকেনা তা প্রচার করে সরকার কি আত্নঘাতি হবে ?এতে বরং নিজেদের ছাত্র সংগঠনটির নৈতিক দীনতাই পরিস্ফুট হয়ে উঠত।এ ক্ষেত্রে ছাত্র ইউনিয়ন না হয়ে যদি ছাত্রলীগ হত প্রধানমন্ত্রী নিশ্চিতই এদের গলায় মেডেল ঝুলিয়ে দিতেন প্রয়োজনে সাহসিকতার নতুন পুরষ্কার প্রবর্তন করতেন।
মুক্তমনা তরুণ লেখক ওয়াশিকুর রহমান বাবুর এক হত্যাকারীকে ঝাপটে ধরেছিলেন লাবণ্য নামের তৃতীয় লিঙ্গের যে সাহসী মানুষটি তিনি কোথায় কেমন আছেন সে খবরটি কি পুলিশ জানে বা রাখে ?বহু আগে পড়েছিলাম লাবণ্য প্রাণের ভয়ে ঢাকা ছেড়ে পালিয়েছেন।জঙ্গীরা হিজরত ত্যাগ করে মাতৃক্রোড়ে ফিরে এসে আনুষ্টানিকভাবে হাতেম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পাঁচলাখ দশলাখ টাকার চেক নিয়ে যাচ্ছে আর জঙ্গী খুনীকে হাতে নাতে ধরে লাবণ্য ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কী অদ্ভুত প্রহসন! এ যেন দুষ্টের দমন আর শিষ্টের পালন কথাটির বিপরীত অবস্থা।এরকম অনুষ্টান করে লাবণ্যকেইতো স্বরাষ্ট্রমন্ত্রীর পাঁচ দশলাখ টাকার চেক দেয়ার কথা ছিল এতে অনুপ্রাণিত হয়ে হাজারো লাবণ্যের সৃষ্টি হত এবং জঙ্গীবাদের বিরুদ্ধে এমনিতেই একটি সামাজিক প্রতিরোধ গড়ে উঠত


খাদিজা আর বদরুলের পূর্বাপর ঘটনাবলী বিশ্লেষণ করলে দেখা যায় বদরুলের দানব হয়ে ওঠার পথটি বেশ দীর্ঘ।বদরুলের বদ চরিত্রের পূর্ণ বিকাশে কাজ করেছে মিডিয়া আইন প্রয়োগকারী সংস্থা সর্বোপরি তার নিজ সংগঠন।আমরা জানতে পারছি খাদিজার পিছু লাগার দীর্ঘ পরিক্রমায় বদরুল একবার মহল্লায় গণ ধোলাইয়ের শিকার হয়েছিল।সেই গণ ধোলাইয়ের ঘটনাকে মিডিয়ায় এখন একটা বীরোচিত আখ্যান বানাবার চেষ্টা চলছে আর সেই ধোলাইকান্ডে যে মহল্লাবাসী অংশ নিয়েছিলেন তাদেরকেও বীরের মর্যাদা দেয়া হচ্ছে।এটা খুবই শুভ লক্ষণ।সমাজের নির্জীব মানুষদের হঠাৎ যূথবদ্ধ হয়ে একটা কান্ড ঘটিয়ে ফেলাকে মূল্যায়ন করা হচ্ছে এটা অবশ্যই ইতিবাচক।কিন্তু প্রশ্ন হলো কখন আমরা মূল্যায়ন করছি ? উত্তর, খাদিজা যখন জীবন মৃত্যুর সন্ধীক্ষণে। যখন পুরো দেশের সহানুভুতি তার জন্য তখন।কিন্তু যখন পিঠুনীর ঘটনা ঘটে তখন মিডিয়া, আইন প্রয়োগকারী সংস্থার অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত মেরুতে। তখন সংবাদপত্র রিপোর্ট করল ছাত্রলীগ কর্মী শিবির কর্তৃক প্রহৃত।বদরুল ধোলাইদাতাদের শিবির উল্লেখ করেই মামলা করে।আর পুলিশও সেই হিসেবেই ব্যবস্থা গ্রহণ করে।এটা খুব সরল একটি সমীকরণ।ছাত্রলীগ বা আওয়ামীলীগের কেউ যদি প্রকৃত অর্থেই দুর্বৃত্ত হয় এবং তাকে কেউ পিঠুনী দেয় তবে সে জামাত বা শিবির না হয়ে যায়না।অর্থাৎ আওয়ামীলীগ ছাত্রলীগের কারুর বিরুদ্ধাচারণের অর্থই হলো জামাত শিবিরের তকমা লাভ করা।তাছাড়া বাণিজ্যিকভাবেও প্রকৃত জামাত শিবিরকে যেমন আওয়ামীলীগের গিলাপ দেয়া হচ্ছে তেমনি ভালো মানূষকে ধরে জামাত শিবির বানিয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার খবরও শুনা যায়।মাননীয় প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে যখন নিজ দলের দানবকে একবার দোষ দিয়ে দশ কথা শুনান অকুস্থানে উপস্থিত সাধারণ মানুষকে তখন সবিনয়ে শুধু এই প্রশ্নটি করতে ইচ্ছে করে- নিরীহ সাধারণ মানুষ কোন সাধে আপনার দলের এক দুর্বিনীত সদস্যকে রুখতে গিয়ে গায়ে জামাত শিবিরের তকমা নেবে ? এ সময়ে জামাত শিবির অপবাদটাতো খুব সুখকর নয় বরং সন্ত্রাসীর পাল্টা চাপাতির ক্ষতের চেয়েও এই অপবাদের ক্ষত আরও গভীর।তাছাড়া জামাত শিবির অপবাদ দেশের প্রায় সব মানুষের কাছেই চরম অবমাননাকর কেননা এরা রাজাকারের উত্তরসূরী এবং জঙ্গীবাদের সমার্থক।একজন সচেতন নাগরিক কিভাবে নিজেকে রাজাকারের উত্তরসূরী ভাববে বা জঙ্গীবাদের সাথে নিজের সংশ্লিষ্টতা কল্পনা করবে?
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঘরে আগুন, মন্দীরে হামলা, মাজার ভাঙ্গা, পিটিয়ে মানুষ মারা এমন মেধাবী এদেশে দরকার নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৩২



২০০১ সালে দেলাম ঘরে আগুন দেওয়া ও মন্দীরে হামলার জঘণ্য কাজ। ২০০৪ আবার দেখলাম ঘরে আগুন, মন্দীরে হামলা, মাজার ভাঙ্গা, পিটিয়ে মানুষ মারার জঘণ্যতম ঘটনা।জাতি এদেরকে মেধাবী মনে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষাঙ্গনে অপ্রীতিকর ঘটনার মুল দায় কুৎসিত দলীয় লেজুরভিত্তিক রাজনীতির

লিখেছেন ঢাবিয়ান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

সোস্যাল মিডিয়ার এই যুগে সবাই কবি, লেখক, বুদ্ধিজীবি সাজতে চায়। কিন্ত কেউ কোন দ্বায়িত্বশীলতার পরিচয় দিতে রাজী নয়। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটা মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । এই... ...বাকিটুকু পড়ুন

কোমলমতিদের নিয়ে আমি কি বলেছিলাম?

লিখেছেন সোনাগাজী, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪



আমি বলেছিলাম যে, এরা ভয়ংকর, এরা জাতিকে ধ্বংস করে দেবে।

ড: ইউনুসের সরকারকে, বিশেষ করে ড: ইউনুসকে এখন খুবই দরকার; উনাকে টিকিয়ে রাখতে হলে, কোমলমতিদের থামাতে হবে; কিভাবে... ...বাকিটুকু পড়ুন

পিটিয়ে মানুষ মারার জাস্টিফিকেশন!

লিখেছেন সন্ধ্যা প্রদীপ, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

এদেশে অনেক কিছুই সম্ভব।বর্তমান এলোমেলো সয়য়ে যা সম্ভব না বলে মনে করতাম তাও সম্ভব হতে দেখেছি।তবে মানুষকে কয়েক ঘন্টা ধরে পিটিয়ে মারাকে ইনিয়েবিনিয়ে জাস্টিফাই করা যায় এটা ভাবিনি।তাও মেরেছে কারা?
একদল... ...বাকিটুকু পড়ুন

আহা তোফাজ্জল

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪




মৃত্যু এখন এমনি সহজ
ভিডিও করতে করতে;
কথা বলতে বলতে
ভাত খেতে দিতে দিতে;
কনফিউজড করতে করতে
মেরে ফেলা যায়।

যার এই দুনিয়ায় কেউ অবশিষ্ট নাই
এমন একজনরে!
যে মানসিক ভারসাম্যহীন
এমন একজনরে!
যে ভবঘুরে দিক শূণ্য
এমন একজনরে!
যে... ...বাকিটুকু পড়ুন

×