১. তিস্তা চুক্তির পরবর্তী তারিখ নির্ধারণ।
২. নেপাল ও ভুটানের সাথে ভারতের ভিতর দিয়ে ট্রানজিট
৩. সীমান্ত হত্যা বন্ধ
৪. ছিটমহলের বাসিন্দাদের অবাধে দেশের মূল ভূ-খন্ডে আসা-যাওয়ার সুযোগ সৃষ্টি
৫. সীমান্তে আপনাদের মাদক কারখানাগুলো বন্ধ করুন।
৬. আমাদের টিভি চ্যানেলগুলো তাদের দেশে প্রদর্শনের উদ্যোগ।
৭. টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করা।
৮. বাণিজ্য ব্যবধান কমানো।
মাননীয় প্রধানমন্ত্রী - এই আটদফা দাবী আজ বাংলাদেশের প্রতিটি মানুষের। আমাদের প্রত্যাশা আপনি বাংলাদেশের স্বার্থ রক্ষাকরবেন, আমাদের দাবীর প্রতি সুবিচার করতে মনমোহনকে রাজী করাবেন।
আপনি কোন কারণে কারো কথায় পিছপা হবেন না। প্রয়োজনে মমতার মত দৃঢ় হোন। অন্যথায় জাতি আপনার ব্যর্থতা ক্ষমা করবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




