
তোমাকে প্রথম দেখেছিলাম
তোমার দেয়া চোখে।
রঙিন চশমায় কি দারুণ দেখতে তুমি!
এক আকাশ বিশুদ্ধতায় কি পবিত্র!
যেনো সদ্য ফোটা গোলাপ
ভ্রমরের সামান্য বাঁকা চাহনিও
ক্ষমার অযোগ্য পাপ।
অমন হুরপরী বুঝি স্বর্গেও বিরল
সাত জনম তপস্যা করলে কেবল
এমন রক্ত মাংসের অপ্সরী মেলে।
কি সৌভাগ্য আমার!
এক পবিত্র অপ্সরী আমার হৃদয়জুড়ে
কেমন সৌরভ ছড়াচ্ছে
কত রঙে, কত ঢঙে।
............
তারপর এক ঝড়ের রাতে
পাল্টে গেলো সব।
তোমার দেয়া চোখ, রঙিন চশমা
পড়লো খসে।
আকাশের নীল গেলো নিভে
সমুদ্রের জল গেলো উড়ে
তোমায় আবার নতুন করে দেখলাম।
এবার কি অদ্ভুত দেখালো তোমায়
যেনো এক নরকের ভাগাড়!
সেখানে শত প্রেমিকের গলিত অর্ধগলিত মৃতদেহ
কেমন আহাজারি করছে রোজ।
ওরা যেনো আমায় কিছু বলছে
বলছে, ‘এ স্বর্গে এসো না
রঙিন চশমায় মোড়া এ অপবিত্র স্বর্গের সুখ
সইতে পারবে না
সইতে পারবে না...।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


