ব্লগবাসী কেমন আছেন? অনেকদিন যাবত পড়ছি, আজ শুরু করতে মন চাইল, আপনাদের সাথে মতের আদান প্রদান করতে চাই কিন্তু মডারেটরের অনুমতি কবে পাব আল্লাহ্ পাক জানেন। প্রায় ছ'সাত মাস আগেও ব্লগে সুন্দর বা ভাল লেখা খুজে পাওয়া খুব একটা কঠিন ছিলনা, ইদানিং মোটামুটি কঠিনই মনেহয়। আমি অবশ্য বলতে চাচ্ছিনা যে এই দুরবস্থা কাটাতেই আমার আবির্ভাব
তবে মারামারি, কাটাকাটি, খুনাখুনিতে ব্লগারের আগ্রহ বেশি, ফালতু কথা বলার লোকেরও অভাব নেই তবে কিছু ভাল পোস্টও আছে, আজ সময় কম তাই প্রথম দর্শনের অভিজ্ঞতা পুরোটা লিখতে পারছিনা, পরে আবার লিখব। আপাতত আমাকে স্বাগতম জানিয়ে শুভকামনা রাখলেই চলবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




