অনেকদিন থেকেই অন্যান্য ব্লগসহ সামু ব্লগ দেখছি। অন্যান্য ব্লগের তুলনায় সামু ব্লগ সাধারনত্ব ও বিষয় বৈচিত্রতায় সাবলীল ও অনন্য। যে কারনে সামুতে ব্লগার হিসাবে একটা এ্যাকাউন্ট খোলা। সুতরাং , লেখক না হলেও পাঠক হিসেবে আমি মন্দ হব না। দেখা যাক, সামু ব্লগে পোস্ট হসেবে কি প্রকাশিত হয়-
ক) গুরুত্বপূর্ণ পোস্ট
রাজনৈতিক
ধার্মিক
অধার্মিক
বিষয়ভিত্তিক
সংবাদভিত্তিক
সচেতনামূলক
সামাজিক আন্দোলনের পোস্ট
মানবাধিকারমূলক, জেন্ডার ইস্যু
খ) কপিপেস্ট পোস্ট
গ) মৌলিক ও সাহিত্যিক পোস্ট
ঘ) ইস্যুভিত্তিক পোস্ট
ঙ) স্বাস্থ্য ভিত্তিক
চ) কৌতুক ও বিনোদন
ছ) বিজ্ঞাপনী পোস্ট
জ) রান্না ভিত্তিক
ঞ) অন্যান্য পোস্ট
হারানো বা প্রাপ্তির
জানতে চাই বা বুদ্ধি দাও
গার্লফ্রেন্ডের সাথে মন কষাকষি
প্রেমে পড়া, ছ্যাঁকা খাওয়া, পরকিয়া (?????)
ব্লগারের যে গ্রুপগুলো অধিক পরিচিত-
ভাদা
পাদা
ছাগু
রাজাকার
দূর্ভাগ্যজনক ভাবে কাউকে বাদা বলা হয়নি। কিন্তু কেন?????
আজ এই পর্যন্ত, কেননা সামু আমারে এখনো সেফ করেনি, যদিও সামুর শর্তানুযায়ী (আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে), কিন্তু আমার ৭+ ৫ দিন হয়েছে (কেউ কথা রাখে না, না সামু, না নাদের আলী )। ন
দাদাঠাকুরের কি এভাবেই আশায় আশায় দিন কাটাবে!
বি।দ্র। আপনারাও এবিষয়ে যোগ করতে পারেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১২ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



