মানুষ তার জ্ঞানভান্ডার সবার মাঝে বিলিয়ে দেবে এটা একটি সহজাত প্রবৃত্তি। বাবা-মা তার সন্তানকে এমন কিছু শিখিয়ে যাবেন যা হয়তো তারা তাদের বাবা- মা'র কাছ থেকে শিখেছেন। তাদের সন্তান'রা হয়তো তাদের সন্তানদের শেখাবেন- এটাই স্বাভাবিক। আমিও তেমনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক কিছুই আমার বাবা-মা'র কাছ থেকে শিখেছি।
আজকের এই বৃষ্টিস্নাত দিনে অনেককেই অনেক কবিতা লিখতে দেখেছি। আমি কবি নই, কবিতা লিখতেও জানিনা। কিন্তু কবিতা বা ছড়া টাইপের কিছু নিয়ে লিখতে ইচ্ছে করছে। সেই সূত্র ধরেই আমার এই পোষ্ট। যদি কারো ভালো না লাগে, আশা করি ক্ষমা করবেন।
আজ আমি একটা ছড়া শেয়ার করবো আপনাদের সাথে। ছড়াটি আমি আমার ছোটবেলায় আমার মা'র কাছ থেকে শিখেছিলাম। আমার মা শিখেছিলেন তার ছোটবেলায়, যখন তিনি স্কুলেও ভর্তি হননি। আমার খুব ইচ্ছে, যদি কখনো ঘর-সংসার হয়, আর সেই সংসারে যদি কোন উত্তরসূরী আসে, তবে আমিও ইনশাল্লাহ আমার পরবর্তী বংশধরদের এই ছড়াটি শেখাবো।
খোকার প্রশ্ন
আচ্ছা মাগো বলনা দেখি, রাত্রি কেনো কালো
সূর্য্যি মামা কোথা থেকে, পেলেন এত আলো
চিনি কেন মিষ্টি এত, তেতুল কেন টক
কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক
দুধ কেন মা এত সাদা মরিচ কেন ঝাল
আম গুলো সব পাকলে পরে, কেন হয় মা লাল
পশু পাখি কয়না কথা, মানুষ কেন কয়
বলো বলো এসব মাগো, কেমন করে হয়।।
সবাই আমার মা এর জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




