তবু, তোমায় করা আমার পণে, আমি কানীন, নপুংশক
তোমার আদেশ, অনুরোধ, এমন কি নৃশংসতম প্রত্যাখানকে
আমি 'না' করতে পারি না। আমি আজ বিকলাঙ্গ প্রপঞ্চক।
তোমাকে হারানোর ভয় আমাকে এতটাই রাখে আতঙ্কে!
তোমার দিকে এক ইঞ্চি হাটার আগেই দীপ নিবে যায়,
আমার শিশ্ন আমাকেই ব্যঙ্গ করে , বীর্য বমন পদ্য পঙ্কে -
জীর্ণ , বৃদ্ধ জরায়ু রাতভর কাঁদে স্বপ্ন মরীচিকায়!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




