তাই চুপচাপ থাকি ।
তোমাকে ভালবাসি- এই কথাটা বলার অধিকার আমি হারিয়েছি।
তাই চুপচাপ থাকি!
তোমাকে আমি কখনোই ভালবাসতে পারবো না, বলে দিলে ভয়ংকর কষ্ট পাবে তুমি।
তাই চুপচাপ থাকি।
দেখো, আজকে, এই গভীর রাতে , ভয়ংকরতম ভাঙনের মুহূর্তে-
তুমি, তুমি, তুমি মিলেও আমার একাকীত্বকে , আমার কষ্টকে, আমার কান্নাকে চিনতে পারলে না!!!
এইটাই সত্যি...........
আমি বরাবরই একা।
ঢাকা
22/10/2006
রাত 1ঃ 20
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



