দেবে কি দেখা তারা তোমার অনুনয়ের চোখে?
বড়ই দ্রুত বাড়ে এখন নিরবতার বনসাই
তুমি নও যোগ্য উচ্ছিষ্টেরও , ভালোবাসার লোকে!
তুমি তো দায়িত্ব মেনে প্রেম করেছ, শাড়ি পরা বৃদ্ধের সাথে
উন্মাতাল শরীরী আলাপ, চিঠি -কবিতার আবেগী উন্মাদ
সোনালী ফসলের নৌকা ডুবেছে, সুন্নতী তজবিশালাতে
জায়নামাযে কাঁদে ভগবানের দরবারে কনডম পুঁজিবাদ!
মীরা ও কানাই এর যুগলবন্দী শুনে শুনে
আমিও হই রতি মগ্ন বালা
পঁচা মাংসের [ উপ] বাস ঐ সুধা বচনে
পাঁড় মাতাল , ছাড়ো সাহিত্য পানশালা!
ঢাকা
২৯/১০/২০০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

