একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আঁধার নামবে,
আড়মোড়া দিয়ে জেগে উঠবে পাপ পঙ্কিলতার মহানগর.
বন্দর থেকে ভেসে আসবে পুরোনো বাতাস..
জলন্ত সিগারেট পায়ে পিষে জীবনকে একচোট দেখে নেওয়ার প্রতিঞ্জা করবে ব্যার্থ মানুষেরা...
লালগলিতে বাড়বে আনাগোনা
পাপ পঙ্কিলতার দুর্বার স্রোতে ভেসে যাবে দুর্বলেরা
দোষ দেবে যত সমাজ ব্যাবস্হার
রাতের অন্ধকার টেনে বের করে আনবে তাদের বুকের লুকানো যত নষ্ট বোধ,
নষ্ট হতে কেউ দেরি করবে না
কারণ ভোরের যে দেরী নেই
একসময় রাত গভীর হয়ে যায়
অন্ধকার মহানগরের আঁধার ফিকে হয়ে আসে
মানুষগূলো ভদ্রতার মুখোশ পরে ফেলে,
প্রাচীন লবনাক্ত বাতাস বয়ে আসে দক্ষিন থেকে,
ঘুমিয়ে পড়ে মহানগর-
ঘুমিয়ে পড়ে প্রাচীন পাপ-
খালি ঘুমায়না মানুষের প্রাচীন কুলষিত পাপস্পৃহা-
জেগে থাকে যুগ যুগান্তরে-
মহানগরের অটল প্রহরী হয়ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


