হিট্টিনের যুদ্ধক্ষেত্রের তৃপ্ত শকুনরা
আজ আমাদের সাইবার স্পেসের উপর
উড়তে থাকে, মহাভোজের প্রস্তুতি চলে!
পচা লাশ আর সদ্য স্খলিত রক্তের টাটকা গন্ধ
সময় বাস্তবতাকে অতিক্রম করে
মহাকালের প্রান্তরে দূর দুরান্তে ছড়িয়ে পড়ে!!
হাজার হাজার যোদ্ধা প্রস্তুত হুয়,
শত শত একাউন্ট খোলা হয়!
মধ্যযুগীয় হিংস্রতার মানজানিক
আর গোড়ামী অন্ধত্বের অবরোধযন্ত্র!!
বিশ্বাস- অবিশ্বাসের দেয়াল ভাঙতে
পূর্ণ প্রস্তুত, সম্পূর্ণ নিবেদিতপ্রাণ!!
যুক্তি- অযুক্তির অগ্নি পাথর, কামানের গোলা
আছড়ে পড়ে ফেইসবুক ওয়ালে!!
গালিগালাজের জ্বালাময়ী তীর,
আক্রান্ত করে ইনবক্স আর ইয়াহুকে!!
পুনর্জন্ম হয় প্রাচীন পুরোহিতদের,
বৃক্ষ পুজারী আদিম জাতির
ছাল বাকলে লেখা পুঁথি থেকে শুরু করে
আধুনিক সাম্যবাদ ধর্মের মার্ক্সবাদী কিতাব!!
বোধন-পঠন চলতেই থাকে!!
কালের গর্ভ থেকে উঠে আসে
প্রাচীন-মধ্যযুগীয়-আদিম-আধুনিক
নবী ও ধর্ম পুরুষরা...
উপাসনা চলতে থাকে!!
তাদের পুনর্জন্মে জন্ম নেয়া
নব্য শত ধর্ম পুরুষের...
উপাসনা চলতে থাকে!
ব্যক্তিপুজা- গোষ্ঠিপুজার আদিম রিচুয়াল
কি মানুষের চিরন্তন অভ্যাস???
ব্লগসাইট হয়ে যায় আহত নিহত
সহস্র যুক্তি-অযুক্তির ভাগাড়,
পচা লাশের উৎকট গন্ধে হারিয়ে যায়
মুক্ত বাতাসে শ্বাস নেয়ার, চিৎকারের
সব আগ্রহ সক্ষমতা!
যুদ্ধের প্রান্তরে পড়ে থাকে
নষ্ট সময়ের গলিত মৃতদেহ!!
বোধন- কীর্তন- রিচুয়ালে,
সচেতনতা থেকে যায় স্বপ্ন!
সমস্যা থেকে যায় সমস্যা...
অন্ধত্বের গাঢ় অন্ধকার যেন
আরও গাঢ় হয়ে জেঁকে বসে!!
আর পরম সত্য যথারীতি
থেকে যায় পরম গূঢ়!!!!
অতঃপর......
যুগ যুগান্তরের যুদ্ধের একটাই ফলাফল,
নষ্ট হওয়া সময় আর
অপচয় হওয়া অজস্র জ্বলন্ত প্রতিভা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




