আমি নাকি ফেইসবুকে একটু বেশিই আসক্ত... এই অভিযোগটা আমার আশেপাশে সবার কাছ থেকে সব সময় শুনতে হয়... এটা সত্য যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটু বেশি সময় দিয়ে থাকি। আমার অবসর কাটানোর মাধ্যম হল এই ফেইসবুক আর বই। অনেক বছর ধরে টিভি অন করে দেখা হয় না... মুভি টুভি এসবও কম দেখি! ফেইসবুক যখন ব্যবহার করা শুরু করেছিলাম তখন ফেইসবুক বিনোদনের ১টা মাধ্যম ছিল। কিন্তু আজকাল লোকজন এটা নিয়ে এতো সিরিয়াস হয়ে যাচ্ছে কেন তাই বুঝতে পারি না... আমার ফেইসবুক কর্মকাণ্ড নিয়ে আশেপাশে লোকজনের নানা ধরনের অভিযোগ... এমন না যে ফান করে পচানো হচ্ছে, সবাই কিন্তু খুউপ সিরিয়াস!!! "আমি নাকি ফেইসবুক পীর, আমার নাকি দুইটা জীবন বাস্তব আর ফেইসবুক" এসব কথা বার্তা ঘনিষ্ঠ বন্ধুদের কাছে থেকে শুনতে শুনতে কান পচে গেল... যাই হোক আমি অবশ্য কাউকে কিন্তু বলতেছি না, কারো কারো জীবন ২টা ডেটিং আর বাস্তব অথবা গেমিং/আইডিবি আর বাস্তব!!!! আসলে মানুষের বৈশিষ্ট্য এমন... আমরা নিজেরা যা করি তা আমাদের কাছে অনেক বেশি মাত্রায় যৌক্তিক... অন্যদের কর্মকান্ডের যৌক্তিকতা কেউ খুজে পেতে চায় না!!
এবার আসা যাক ফেইসবুক ও আমাদের ডিপার্টমেন্ট প্রসঙ্গে! পাশ করা সিনিয়র বড় ভাইদের সবার দাবি আমাদের ডিপার্টমেন্ট নাকি দুইটা বাস্তব আর ফেইসবুক! উনারা সব সময় এমন একটা ভাব করেন যে ফেইসবুক খুব অপ্রয়োজনীয় ফালতু ১টা বিষয়, এটা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথাব্যাথা নেই... কিন্তু দেখা যায় ফেইসবুকে সামাজিক যোগাযোগ মোটেও কমে না... গসিপ, গালাগাল, সমালোচনা, বিতর্ক কোনটাই কম হয় না! আমাদের সিনিয়রদের সমালোচনা সহ্য করার ক্ষমতা খুবই কম (প্রায় নেই বললেই চলে!!!!) ফেইসবুকে কে কার পুটু মারল এগুলা নিয়ে বিচার শালিস কম হয় নাই, কোন সিনিয়রের গোয়ায় কোন জুনিয়র আঙ্গুল দিল তা নিয়ে ধর পাকড় পলিটিক্স কি কম হইছে? ফেইসবুক বিতর্কের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে আমার নামও কিন্তু চলে আসে... ফেইসবুকে অনেক কিছু লেখেছি এটা নিয়ে আমার বিচার শালিস কম হয় নাই! আজকাল আমি ফেইসবুকে সাধারন নির্বিষ স্ট্যাটাস/ পোস্ট দিলেও তা নিয়ে ব্যপক গবেষনা করে বিচার বসানোর ধান্দা শুরু হয়ে যায়। উদাহরনঃ আমি স্ট্যাটাস দিলাম "আমি ভাত খাই" এই স্ট্যাটাস নিয়ে রাতে উচ্চ পর্যায়ে মিটিং, গবেষনা কম হবে না, এয়ারটেল আর গ্রামীনের কয়েক কোটি টাকা মুনাফা উঠে যাবে ফোনের বিল বাবদ!! পরের দিন ভার্সিটিতে হয়ত টঙ্গে বসে আমি বিড়ি খাচ্ছি... সেখানে কোন এক সিনিয়র আমাকে চার্জ করে বসল... "বেয়াদপ, তুই এসব কি উস্কানীমুলক স্ট্যাটাস দিস!! আমার গতকাল প্রিলি ছিল, ভাইয়ের অফিসে কম্পিটিশন জমা... আমরা সারারাত কিচ্ছু খাই নাই আর তুই স্ট্যাটাস দিয়া বইলা বইলা বেড়াস তুই ভাত খাস!!! কত্ত বড় সাহস... তুই তো ছোট বেলা থেকেই এমন ক্রিমিনাল... তোরে আমার ছোট ভাই হিসেবে স্বীকার করতে কষ্ট লাগে ইত্যাদি ইত্যাদি!!" ফেইসবুকে আমি অনেক তথ্য দিয়েছি, অনেককে খোঁচা মেরে অনেক কথা লিখেছি... অনেকে এটাতে কষ্ট পেয়েছেন... আমাকে অবদমনের ব্যর্থ চেষ্টা কম হয় নাই... কিন্তু কেউ কি প্রমান করতে পেরেছেন আমি যেসব কথা বলেছি একটাও ভুল/মিথ্যা! হয়ত সত্য কথা প্রকাশ্যে বলার সৎ সাহস দেখানোর কারনে আমার উপর খড়গ একটু বেশি নেমেছে! ভাইদের একটা কথাই বলতে চাই, সমালোচকদের শায়েস্তা করার বৃথা চেষ্টা না করে নিজের ভুলগুলো নিজে ঠিক করাটা কি সঠিক পন্থা না? ফেইসবুক ইস্যুতে শায়েস্তা পদ্ধতি, লিবেরাল পদ্ধতি দুইটাই প্রয়োগ করা হয়েছে...... চিন্তা করে দেখবেন কোনটা বেশি কার্যকর হয়েছে!
ফেইসবুক একউন্টে কি করতেছি না করতেছি এটা নিয়ে সবচেয়ে বেশি পেইন খেতে হয় গারলফ্রেন্ডের কাছ থেকে... কাকে এড করছি না করছি, কোন পেইজে, কার স্ট্যাটাসে কার ছবিতে লাইক দিলা, কমেন্ট দিলাম এসব নিয়ে ২৪ ঘন্টা ঝগড়া লেগেই থাকে... আর ভাল্লাগেনা তাই গারলফ্রেন্ডকেই প্রোফাইলে অবাঞ্চিত ঘোষনা করছি! আর ফ্যামিলি মেম্বারদের উৎপাত তো আছেই... কেন বিড়ি হাতে প্রোফাইল পিক দিলাম, কেন মোল্লাদের গালি দিলাম এসব নিয়ে দেশি বিদেশি রিলেটিভদের উৎসাহের কমতি নাই! এসব উৎপাতে ব্যক্তিগত প্রোফাইলটা আর ব্যক্তিগত থাকতে চায় না... মনে হয় যেন এটা গনতান্ত্রিক প্রোফাইল! আমার প্রোফাইলে আমি কি করব না করব এটার জন্য প্রতিদিন ভোট আহ্বান করে সবার মতামত আহ্বান করে তারপর ফেইসবুক কর্মকাণ্ড চালাতে হবে!! এখন আবার নতুন যোগ হয়েছে বাংলাদেশ সরকার... তাদের অনুভুতিটা অনেকটাই আমাদের সিনিয়র ভাইদের মত... তাদের নামে কিছু লেখলেই তাদের "রেসপেক্টানুভূতিতে" আঘাত সৃষ্টি হবে... বেয়াদপি ও অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে তাদের মুখের কথাই আইন হিসেবে পরিগণিত হবে!!! খুউপ ভয়ে ভয়ে আছি কখন যে মমলা খেয়ে যাই...!!!
শুধু শুধু এতো কথা বার্তা না বলে ফেইসবুক প্রোফাইলটা বন্ধ করে দিলেই হয়... আমি ব্যক্তিগত একাউন্ট ব্যবহারের জন্য ফেবু ব্যবহার করা শুরু করেছি এবং এতোদিন করেছি... গনতান্ত্রিক ব্যবহারের জন্য না! অবস্থার পরিবর্তনের আশা করাটা দুরাশা... কারন বাঙালির সহিষ্ণুতা একদিনে আসবে না... কোনদিন আসে নাকি সন্দেহ আছে!!! আমার যা চ্যাটের খুশি আমার ব্যক্তিগত প্রোফাইলে লেখুম, এখানে কারও হস্তখেপের অধিকার নাই!!! সেটাই যদি না করতে পারি তাইলে ফেবু বন্ধ!!! দরকার হলে ২৪ ঘন্টা ঘুমায় ঘুমায় কাটাবো!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




