সাইক্লপ্স একটা বহুল আলোচিত "ঐতিহাসিক" ক্যারেক্টার... যার অস্তিত্বের সাক্ষ্য পাই গ্রীক মনীষী হেসিয়ডের কবিতায়... যাকে চাক্ষুস দেখার কথা জানিয়েছেন অন্ধ কবি হোমার... (জানি না উনি অন্ধ চোখ নিয়ে কিভাবে দেখলেন!!) যার কথা উঠে এসেছে ভারজিলের ঈনিডে... অতঃপর এক্স ম্যান সিরিজে, কমিকসে, সিনেমায়...... ইতিহাসের পাতা থেকে রুপালী পর্দায় সাইক্লপ্স, সাইক্লপ্স, সাইক্লপ্স!!!! তবে বর্তমান সময়ের এক্স ম্যান সিরিজের ছবি দেখলে অনেকের ধারনা হতে পারে বেশিরভাগ বিখ্যাত "ঐতিহাসিক" ক্যারেক্টারের মত (যেমনঃ সিরি-ফরহাদ, রোমিও জুলিয়েট, হিটলার, জিসাস ইত্যাদি) উনিও নিশ্চয়ই অনেক রোমান্টিক হিরোয়চিত ক্যারেক্টার ছিলেন... কিন্তু সারেজমিনে খোঁজ খবর নিয়ে দেখা যায় উনি গ্রীক "ইতিহাসের" একজন নামকরা ভিলেনই ছিলেন! গবেষণার এক পর্যায়ে ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে চায়ের দোকানে বেশ কয়েকজনের মতামত নেয়া হয়...... জানা যায় সাইক্লপ্স সাহেব খুবই একচোখা ছিলেন...... "সাইক্লপ্স একটা ভিলেন হইল... নামই হুনি নাই... দুইন্যার এক নাম্বার ভিলেন হইল ডিপজল...!" "মহামুনি হোমার নিজের চোখে দেখছে... সাইক্লপ্স অবশ্যই একটা ঐতিহাসিক ক্যারেক্টার...!!" ইত্যাদি ইত্যাদি! সাইক্লপ্সের অস্তিত্বের পক্ষে বিপক্ষে শুরু হয় গ্যাঞ্জাম... চায়ের দোকানে আড্ডা পন্ড... বিকালটা হয়ে যায় মাটি ইত্যাদি ইত্যাদি!
অবশেষে সাইক্লপ্সের সন্ধান পাওয়া যায়... তার সাক্ষাতকার নেওয়ার একটা সুযোগও তৈরি হয়... লোকেশন বাংলা সাহিত্য... রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী যে নদীতে চলে, সেই নদীর ধারে ধান চাষ করা "ঐতিহাসিক" কৃষকদের কাছ থেকে চান্দা আদায়ের গুরুদায়িত্ব এখন সাইক্লপ্সের ঘাড়ে... চান্দা তুলতে তুলতেই সে হয়রান... সোনার ফসল এখন আর কালোত্তীর্ণ হওয়ার আগেই চলে যাচ্ছে একচোখা দানবের পেটে... তবে দানব ভাই একচোখা হওয়ায় একটু সমস্যা... তিনি শুধু নদীর একদিকে চোখ দিতে পারেন... দুর্ভাগ্যক্রমে নদীর এই পাড়ে চাষাভুষা আর ওই পাড়ে ভদ্রপল্লী যেখানে নাকি ঈশ্বরের বসবাস!! তবে সোনার ফসল সাইক্লপ্সের পেটে যায় না... তাই ভদ্রপল্লী থেকে নাকি কালোত্তীর্ণ হওয়ার সম্ভবনা বেশি... তাও কালের নাওয়ে উঠে না সোনার ফসল... কারন ভদ্রপল্লীতে অবস্থানরত ঈশ্বরের পদতলে গড়াগড়ি খায় সোনার ফসল...... তিনি নির্লিপ্ত থাকেন... ফসল গড়াগড়ি খেতে খেতে নষ্ট হয় অনন্তকাল ধরে... তিনি ছুয়েও দেখেন না !! "যা ছিল সব নিয়ে গেল ভিলেন সাইক্লপ্স...!!!" "সারাদিন খাইট্টা মরি... আর ফল ভোগ করে... ভদ্রপল্লীর জমিদারের ব্যাডারা আর একচোখা মস্তান সাইক্লপ্স!!!" "আরে সাইক্লপ্স খাইব না কে খাইব... ওই তো এখন দেশের রাজা..." "ঈশ্বর তো পাশের গ্রামে থাকেন... "ইতিহাস বইতে লেখা আছে উনি নাকি ন্যায়বিচারক" "আর ন্যায়বিচার"... ইত্যাদি... কৃষকদের মুখে এসব শুনেই ফেরত আসতে হল... নেয়া হল না সাক্ষাতকার... কারন দানব রাজার মুডটা আজ বড়ই খারাপ... গ্রামে বাজছে যুদ্ধের দামামা... আগুন, হাঙ্গামা, দাঙ্গা... কৃষকরা কেউ মারা যাচ্ছেন... অনেকেই কৃষি কাজ আর গ্রাম ছেড়ে পালাচ্ছেন! আর আমাদের ঈশ্বর...... শেষ খবর পাওয়া পর্যন্ত উনি তখনও নির্লিপ্ত!!!
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




