এলাকায় আজকাল ব্যাপক গেইমিং পিনিক চলতেছে...... মোড়ের সেই বাসায় ৪-৫টা পিসি... পোলাপান সব ১সাথে... ল্যান সংযোগ আছে.... আর কি লাগে!! সারাদিন এন এফ এস, কমান্ড এন্ড কঙ্কার, ফার্স্ট, সেকেন্ড, থারড, ফোরথ যাবতীয় একশন গেইমস ইত্যাদি ইত্যাদি... হাই সাউন্ড, ভয়াবহ উত্তেজনা, সাথে গালাগাল, উত্তেজিত বাক্য বিনিময়... পুরা বাসা ব্যাটলফিল্ড! আমার অবশ্য স্ট্রাটেজি গেইমসের প্রতি দুর্বলতা আছে... (যদিও গেইম খুব একটা খেলা হয় না!!) কমান্ড এন্ড কঙ্কার জেনারেলস খেলতেছি... খেলতেছি... খেলতেছি!! গেইম থেকে উঠে বসলাম ফেইসবুকে... সামুতে ঢু মারলাম... আশেপাশে দেখি ব্লগ আর ব্লগ! পড়তেছি... পড়তেছি... চিন্তা করতেছি! ব্লগিংটাও তো একপ্রকার গেইমসের মত... জেনারেলসের সাথে ভালো মিল আছে!! "নুভ!!! উইকি!!!" পরদিন রাতে কিং ভাইয়ের বাসার ছাদে...... "বলেন ভাই!"...... দেখতে পেলাম তারাও আমার মতই চিন্তা করতেছে... কাজ নাই... তিন জন মিলে আমরা নতুন স্ট্রাটেজি গেইম ডিজাইন করতে বসলাম... সাথে যোগ দিল একজন জেনারেল!! গেইমের নাম দেয়া হল... "ব্লগারস এলায়েন্স- দ্যা ইলেভেন্থ আওয়ার!" গেইম প্লে... কাহিনী... পরিবেশ... চরমভাবে ডিজাইন হচ্ছে... সাথে দম ফাটানো হাসি... কেন যে হুদাই হাসতেছি নিজেরাও বুঝতেছি না!! ব্লগের দুনিয়ায় তৃতীয় বিশ্ব যুদ্ধের পটভুমি..... জেনারেলসের মত আমেরিকা চায়না আর তালেবানদের তিন এলায়েন্সের ত্রিমুখি সংঘর্ষে নারকীয় পরিস্থিতি!!! আকাশ জুড়ে সাঁই সাঁই করে উড়ে যাওয়া হাজার জঙ্গী বিমানের শব্দে কোন এক পোস্টে কমেন্ট করলেন চাইনিজ এয়ার ফোরস জেনারেল... ঝড়ের গতিতে আসলেন... স্ট্রাইক করে ঝড়ের গতিতে প্রস্থান করলেন... এদিকে মার্কিন আর্টিলারি জেনারেল প্রবলভাবে গোলা বর্ষণ করেই যাচ্ছেন... লাল বাহিনী লেনিন স্ট্যালিন মাও এর ছবিওয়ালা বানীর পোস্টার শেয়ার দিতে দিতে রণক্ষেত্রে প্রবেশ করল... মার্কিন স্নাইপাররা বেশ ব্যস্ত...ক্যামোফ্লাজের আড়ালে নিজেদের লুকিয়ে এই হোমপেজ থেকে সেই হোমপেজে গোপনে বিচরন করছেন... আর নিপুন ভাবে একের পর এক স্ক্রিনশট নিয়ে সেগুলাকে নিখুঁতভাবে নিশানায় পাঠিয়ে লাল বাহিনীর সৈনিকদের ধরাশায়ী করছেন... মাঝখানে মাঝখানে তালেবান বাহিনীর আত্মঘাতী গেরিলারা ঢুকে পড়ে নিজেদের বিস্ফোরিত করছেন... দুই পক্ষের বেশ ড্যামেজ করতেছেন... কিন্তু অধিকাংশ আক্রমনই লক্ষ্যভ্রস্ট হচ্ছে... তালেবানদের ঐতিহাসিক "ট্রায়াঙ্গেল ওয়াপন" মেরামতের জন্য ওয়ার্কশপে থাকায় আক্রমনের ধার অনেক কমে গেছে... বিশিষ্ট গবেষকরাও গবেষণা করে ভালো কোন অস্ত্র বের করতে পারছেন না! এখন আত্মঘাতি বোমা আর অদক্ষ গেরিলারাই একমাত্র ভরসা... এদিকে চাইনিজ ফিল্ড মার্শাল বড়ই কনফিডেন্ট... তালেবানদের অবস্থা বেশ খারাপ... তাই তাদের সাড়া শব্দ নাই... দুই একটা দুর্বল আক্রমন মহান চাইনিজ বেইজ ডিফেন্সই পার হতে পারে না আজকাল! মার্কিনীদের উপর পুরা শক্তি নিয়ে আক্রমন চালানো যাচ্ছে... ফিল্ড মার্শাল বড়ই কনফিডেন্ট মানুষ... যে হারে পোলাপান চাইনিজ বাহিনীতে যোগ দিতেছে, কয়েক দিনের ভিতরে আমেরিকার নাম নিশানা মুছে দেয়া কোনও ব্যাপারই না... নিজের ক্ষমতার আবেগে ফিল্ড মার্শালের চোক্ষের কোনায় পানি চলে আসে... কিন্তু আবেগকে প্রশ্রয় দেয়া যাবে না... ঘাটিতে বসে বসে তিনি বিরতিহীনভাবে মিসাইল, কামান, আগুনের গোলা, ইট-পাটকেল, জুতা-স্যান্ডেল পোস্ট দিতেই থাকেন আর তাঁর জেনারেলদের আক্রমনের দিক নির্দেশনা দিতে থাকেন... এদিকে মার্কিন বাহিনীও প্রবলভাবে যুদ্ধ করে যাচ্ছে... তাও চাইনিজ আর্মির সংখ্যাধিক্যের সাথে কুলানোটা একটু কষ্টকর...... এই রকম একটা ক্রিটিকাল মুহূর্তে...... বুউউউউম!!!!! চাইনিজ মেইন বেইজে প্রচন্ড বিস্ফোরন... ফিল্ড মার্শালের ঘাটির ঠিক উপর কি যেন একটা এসে পড়েছে... চারিদিকে আগুন টাগুন ধরে গেছে... ফিল্ড মার্শাল আধা মরা!!!! প্রধান জেনারেলরাও মাটিতে গড়াগড়ি খাচ্ছেন!!! চাইনিজ বেইজ পুরা বিদ্ধস্ত!!! যুদ্ধে তো ভালো অবস্থায় ছিল... মার্কিনীরা কি মারল এইডা!!! মার্কিন সুপার ওয়েপন জেনারেল অবশেষে ফিল্ডে এসেছেন...... নিউট্রন বোমা পোস্টটাই তার প্রমাণ!!! এই রকম ওয়েপন ডেইলি ডেভেলপ হয় না... প্রয়োগও হয় কম... তবে এক অস্ত্রে লাল বাহিনী পুরাই ধরাশায়ী!!! মার্কিন শিবিরে বিজয় উল্লাস... বিশাল জয়ের ফলো আপ করে পোস্ট, শুভেচ্ছা বিনিময় ও প্রয়াত ফিল্ড মার্শালের কুকীর্তি নিয়ে লেখা লেখি হচ্ছে!!! কি আনন্দ আকাশে বাতাসে!!!
লাশ টাশের স্তুপের ভেতর থেকে কোনমতে হাতড়ায়ে টাতরায়ে বের হলেন ফিল্ড মার্শাল... কি হইছে ব্যাপারটা এখনও তার মাথার অনেক উপরে... তবে তিনি দৃঢ় প্রতিজ্ঞ... আবার নতুন করে বেইজ বানাতে হবে... যুদ্ধ চালিয়ে যেতে হবে! ভাঙ্গা চুড়া কন্সট্রাকশন ডোজার গুলাকে কাজে নামার জন্য হুকুম দিয়ে দিলেন... লাল বিপ্লবকে কেউ কোনদিন থামাতে পারে নাই... পারবেও না!!! আর লেনিন, স্ত্যালিন, মাও এর পর এত বড় বিপ্লবী আর জন্ম নেন নি... নিজের বিপ্লবী সত্তার কথা ভেবে একটু ইমোশনাল হয়ে গেলেন... এটা তিনিও অস্বীকার করেন না!! যাই হোক নতুন উদ্যমে কোমড়ে গামছা বানলেন ফিল্ড মার্শাল!!! হা হা হা... এত সিরিয়াস একটা গেইম বানায় ফেললাম কিন্তু তাও আমাদের চারজনের হাসি কেন জানি থামতেছেই না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




