একটু আগে ফেইসবুকে ঢুকে দেখতে পেলাম একটা পেইজে খুব হইচই হচ্ছে... তাদের দাবি "১৫ আগষ্ট ইসলামী শিক্ষাদিবস (!)
১৯৬৯ সালের এই দিনে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সভায় বক্তব্য দেয়ায় ধর্মনিরপেক্ষতাবাদী ও সমাজতন্ত্রীদের হাতে নির্মমভাবে শহীদ হোন ঢাবির মেধাবী ছাত্র আব্দুল মালেক!!" ১৫ই আগস্ট নিঃসন্দেহে বাঙালি জাতির কাছে একটা শোকের দিন... কারন এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হন... এছাড়াও এই দিনে আরও কয়েকটা দিবসের কথা শুনেছি যার ভিতরে অন্যতম হল ভারতের স্বাধীনতা দিবস এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীর জন্মদিন! কিন্তু এই "ইসলামী শিক্ষাদিবসের" কথা আজকেই প্রথম জানতে পারলাম!এই পোস্টে অনেকেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন এবং ইসলামী শিক্ষা বাস্তবায়নে তাদের দৃঢ় শপথের কথা ব্যক্ত করছেন! কয়েকজন অবশ্য তাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যাদের জিহাদীরা মুনাফিক হিসেবে আখ্যায়িত করে তাদের নিপাত দাবি করেছেন! যাই হোক, ফেইসবুকে বিভিন্ন ছাগু পেইজের কার্যক্রম আজকে নতুন কিছু না... তারা প্রতিনিয়ত বিশেষ একটা ধর্মান্ধ রাজনৈতিক দলের পক্ষে দালালি করে আজেবাজে পোস্ট প্রসব করেই চলছে! এসব ধর্মান্ধ রাজনৈতিক মেনিফেস্টো প্রচারে তাদের উৎসাহের কোন অভাব নেই এবং পাশাপাশি তাদের পেইজ গুলাকে জনপ্রিয় করার লক্ষ্যে তারা বিভিন্ন সস্তা দরের কন্টেন্ট প্রতিনিয়ত বিতরন করেই চলছে! আমরা আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনেক শহীদের কথা জানতে পারলেও আজকে প্রথমবারের মত একজন শহীদের নাম আমাদের সামনে চলে এসেছে... তিনি হলেন শহীদ আবদুল মালেক!!!! ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধসহ অনেক সংগ্রামে অনেকে জীবন দিয়েছেন... তারা দেশের জন্যই জীবন দিয়েছেন... কিন্তু শহীদ (!) মালেক দেশের তরে জীবন দেন নি, তিনি দিয়েছেন ইসলাম শিক্ষা প্রতিষ্ঠায়!!! এই উপলক্ষ্যে জাতীয় শোক দিবস পালন করে "ইসলামী শিক্ষা দিবস" পালন করতে হবে! ১৯৬৯ এর উত্তাল সময়ে যখন সারাদেশে গণভ্যুত্থান চলছে...সারা দেশ একদিকে সোচ্চার পাকিদের বিরুদ্ধে আর এই লোকের মাথায় যে কি ক্যারা উঠছিল যে সে গেছে তখন "ইসলাম শিক্ষা" আন্দোলন করতে আর "ধর্ম নিরপেক্ষতাবাদী আর সমাজতন্ত্রীরা" গণঅভ্যুত্থান ফেলে তাঁকে মারতে গেছে!! সঠিক ইতিহাসটা হয়ত ওই পেইজের ছাগু এডমিনই বলতে পারেন কারন আমার ধারনা পুরা ঘটনাটাই তার ছাগমস্তিস্কপ্রসুত!! ধরলাম আমরা ঘটনাটা সত্য! এখন আমাদের কাছে কোন দিবসটা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত? যে মানুষটার ঋণ জাতি কোনদিন শোধ করতে পারবে না তার মৃত্যুকে স্মরণ করে শোক দিবস পালন নাকি জনৈক অখ্যাত আব্দুল মালেকের মৃত্যু দিবসকে "ইসলামী শিক্ষা দিবস" হিসেবে উদযাপন... যে কিনা জাতির উত্তাল আন্দোলনের সময় আমাদের স্বাধীনতার পক্ষে না লড়ে দেশে "ইসলামী শিক্ষা" বাস্তবায়ন করতে গিয়ে মারা যান? আমাদের হয়ত মতের ভিন্নতা থাকতে পারে... রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়ত একেক জনের একেক রকম! কিন্তু তাই বলে যেসব মহাপুরুষ দেশের জন্য এতো কিছু করেছেন তাদের ক্ষেত্রে আমাদের এতোটা সংকীর্ণতা কেন? এখানে অনেকেই হয়ত আমার সাথে দ্বিমত পোষণ করে বলবেন বঙ্গবন্ধুর খারাপ দিকের কথা, তার ভুলের কথা! মানলাম তিনি হয়ত কিছু ভুল করেছেন যেটা ঐতিহাসিকদের বিতর্কের বিষয় হতে পারে... কিন্তু তিনি যে সঠিক কাজ করেছেন, যে সঠিক সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলোর ঋণ কি আমরা কোনদিন শোধ করতে পারব? এই মহাপুরুষের ঋণ শোধ করার কথা আমরা কোনদিন চিন্তা করি নি উল্টা দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে আমাদের কাছ থেকে উনি পেয়েছেন বুলেটের আঘাত! হায়! আমরা কতটা অকৃতজ্ঞ! যে মানুষটা আমাদের একটা মানচিত্র দিয়েছেন তাঁকে বুলেটে জর্জরিত নির্মম মৃত্যু দিয়েও আমরা তুষ্ট নই... প্রতিনিয়ত তাঁর প্রতি এই রকম অসংখ্য অবমাননা আমরা করেই চলছি! ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে সমর্থন করি না... তাদের অনেক কর্মকাণ্ডের কঠোর সমালোচকদের ভিতরে আমাকে অবশ্যই পাবেন... কিন্তু তাই বলে জাতীয় নেতার প্রতি এই রকম অবমাননা কোনভাবেই সমর্থনযোগ্য হতে পারে না! বঙ্গবন্ধু তিনি তো দলের না, তিনি আমাদের দেশের নেতা, আমাদের সবার নেতা! বাইরের দেশগুলাতে তারা তাদের জাতীয় নেতাদের জাতীয় নেতা হিসেবেই সম্মান করে তাদের সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে না! কেউ কি আমাকে বলতে পারবেন জর্জ ওয়াশিংটন কোন দল করত রিপাবলিকান না ডেমোক্রেট! অথবা আব্রাহাম লিঙ্কন? তাদের দলীয় পরিচয় কখনও আমেরিকানদের কাছে গুরুত্বপূর্ণ কিছু না বরং তারা জাতীয় নেতা, পুরা জাতির সস্পদ! কোন দলই তাদের নিয়ে অনর্থক স্তুতি করে তাদের সম্মানহানি করছে না, আবার কেউ তাদের জন্মমৃত্যু দিবসে বার্থডে/ ইসলাম শিক্ষা দিবস পালন করছে না! রিপাবলিকান/ডেমোক্রেট নির্বিশেষে তারা জাতির নেতা... তাদের অর্জন পুরা জাতির তাদের শোক পুরা জাতির শোক, দল মত নির্বিশেষে সকলে স্বীকার করে তাদের অবদানের কথা! হয়ত আমরাও যেদিন আমাদের সংকীর্ণতা ও অকৃতজ্ঞতাকে ঝেড়ে ফেলে সভ্য হতে পারব সেইদিন আমরা জাতি হিসেবে বড় হতে পারব! সময় এসেছে আমাদের জাগ্রত হওয়ার... জাতি হিসেবে আমাদের সম্মান আমাদেরই রক্ষা করতে হবে! নিজেদের অগ্রদুতদের ছোট করে আমরা কোনদিন বড় হতে পারব না... আর যাদের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রামের চেয়ে/ স্বাধীনতার অগ্রদুতের মৃত্যু শোকের চেয়ে "ইসলামী শিক্ষা" বড় তাদের পরিচয় নিশ্চয়ই নতুন করে দেয়ার কিছু নেই! তাদের আব্বারা আমাদের দমিয়ে রাখতে পারে নি... যুদ্ধ করে হায়েনার থাবা থেকে মানচিত্র- পতাকা ছিনিয়ে এনেছি... সময় এসেছে আরেকবার যুদ্ধে নামার! যে জাতি হিংস্র হায়েনাদের পরাজিত করতে পারে, সেই জাতি বন্য ছাগলদের অবশ্যই নিশ্চিহ্ন করতে পারবে! বাঙালি জাতির প্রতি যতই হতাশ হই না কেন, এতোটুকু বিশ্বাস আমার সারা জীবনই থাকবে!
প্রাসঙ্গিক লিংকঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




