কখনো কি তোমার ইচ্ছে করে না,
একবার একসাথে ছুয়ে দেখি?
অথই জ্বলে সাগরের তীরে তুমি আমি পাশাপাশি,
দু'পা একসাথে জ্বলে রাখি।
কখনো কি তোমার ইচ্ছে হয়না?
পূর্ণিমার রাতে একা নির্জনে গল্প কথার ছবি আঁকি।
তুমি আমি পাশাপাশি,
সাদা মেঘের শুভ্র আবেশে দু'হাতে স্পর্শ করি।
কখনো কি তোমার ইচ্ছে হয়না?
বর্ষার দিনে একা আনমনে বৃষ্টি ধারার গান শুনি,
তুমি আমি পাশাপাশি,
চেনা সুখের অঝোর ধারায় দু'জনে বৃষ্টিতে ভিজি।।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



