ভাবতে অবাক লাগে যখন দেখি কোন মায়ের কোলে তার পালিত কুকুর ! আর ট্রলিতে নিজের গর্ভে ধারন করা সন্তান! নিজেদের বুড়ো বাবা-মা বৃদ্ধাশ্রমে আর তিনিরা বলেন নীতির কথা! কি আজব! আবার বাংলাদেশের মত মুসলিম প্রধান রাষ্ট্রে বাবা-মার ভরন-পোষনের জন্য আইন করতে হয়!! কোথায় যাচ্ছি আমরা ? আর কেনই বা যাচ্ছি ? এটাই কি আমাদের পথ হওয়া উচিত ? আমার প্রথম পরিচয় আমি মুসলমান, একজন মুসলিম হিসেবে আমার জন্ম থেকে শুরু করে প্রতিটি মূহুর্ত-ই কাটে ভালোবাসার মধ্যে দিয়ে, আমার বাবা-মা থেকে শুরু করে সকলের কাছ থেকেই পাই অকৃত্তিম ভালোবাসা, এ ভালোবাসার মাঝেই আমার বেড়ে উঠা, সুতরাং আমারতো দরকার নেই বছরের একটি দিনকে বেচে নিয়ে ভালোবাসা দিবস হিসেবে পালন করা, বরং একটি দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা তাদের দরকার, যারা বুঝেনা পিতা-মাতার প্রতি সন্তানের কি কর্তব্য ? সন্তানের প্রতি পিতা-মাতার কি কর্তব্য ? স্ত্রীর প্রতি স্বামী কি কর্তব্য ? স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য ? পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতি কি কর্তব্য ? আমিতো স্পষ্ট, ইসলাম আমার জীবন ব্যবস্থা, আমার ইসলাম আমাকে বাতিয়ে দিয়েছে কার প্রতি কি কর্তব্য ? কার প্রতি কেমন মায়া হওয়া দরকার ? আমার ইসলাম আমাকে শিখিয়েছে বাবা-মায়ের সাথে যেন উচ্চ বাক্য না করি, বাবা-মায়ের খেদমত করা আমার ইবাদত, মানুষের সাথে সুন্দর আচরন করা আমার ইবাদত, গরীব-দুঃখীর পাশে দাঁড়ানো আমার ইবাদত, অসহায়কে সহযোগীতা করা আমার ইবাদত। মানুষকে ভালোবাসা-ই আমার ইবাদত।
সুতরাং ভালোবাসাই যখন আমার ইবাদত, তখন কেন একটি বিশেষ দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করব ? এটা তো তাদের জন্যে যারা ইবাদত কি জিনিস সেটাই বুঝেনা, বাবা-মায়ের খেদমত কি জিনিস সেটাই বুঝেনা!! আসুন একটি সত্য-সুন্দর জীবন ব্যবস্থা ইসলামকে জানি, ইসলামের ছায়াতলেই রয়েছে মানব জাতির কল্যাণেল মূল মন্ত্র। একটি দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন না করে, প্রতিটি মূহুর্তই হোক ভালোবাসা পূর্ণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




