অবশেষে বিজয়ী হলেন ভারতের গান্ধীবাদী নেতা ও দুর্নীতি বিরোধী সমাজকর্মী আন্না হাজারে। আজ থেকে তিনি দিল্লির রামলীলা ময়দানে ১৫ দিনের অনশন কর্মসূচি পালন শুরু করবেন।১৮ আগষ্ট ভোররাতে নয়াদিল্লির পুলিশ তাকে ১৫ দিনের অনশন কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। ভারতের তিহার কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে পুলিশের এ বিষয়ে নিঃশর্ত সমঝোতা হয়েছে। আন্না হাজারের ঘনিষ্ঠ সহযোগী অরবিন্দ কেজারিওয়াল এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দিল্লি পুলিশ গতকাল এ প্রস্তাব দিয়েছে এবং হাজারে তা গ্রহণ করেছেন। শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালনে তারাও পুলিশকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। এ ছাড়া, অনশন কর্মসূচির মেয়াদ বাড়াতে চাইলে পুলিশ আন্না হাজারেকে আরও ১৫ দিনের অনুমতি দেবে।
দিল্লি পুলিশের ১৫ দিনের অনশনের অনুমতি দেয়ার ঘটনা ভারতের সাধারণ মানুষ ও হাজারের সমর্থকদের বিজয়। তারা পুলিশ ও হাজারের মধ্যকার সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। তিহার জেলের সামনে অবস্থানরত সমর্থকরা ফুল ছিটিয়ে এ সময় আনন্দ প্রকাশ করেন এবং বিজয়সূচক স্লোগান দেন। তারা আশা করছেন, ভারত সরকার এখন সংসদে স্বচ্ছ লোকপাল বিল আনতে বাধ্য হবে।
আন্না হাজারের সহযোগী ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দুঃসাহসিক অভিযানের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক পুলিশ প্রধান কিরণ বেদী বলেন, আনা তিন সপ্তাহ অনশন করার অনুমতি চেয়েছিলেন। তবে দুই সপ্তাহের অনুমতি দেয়া হয়। এতে রাজি হয়ে কারাগার থেকে বের হতে রাজি হয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া বলেছে, প্রবল বৃষ্টির ফলে রামলীলা ময়দান কর্দমাক্ত হয়ে থাকায় দিল্লির নগর কর্তৃপক্ষ ওই স্থানটি ব্যবহারের যোগ্য করে তোলার কাজ করছে। মাঠ সংস্কারের কাজ শেষ হলে জেল থেকে সরাসরি সেখানে যাবেন আন্না হাজারে।
রাষ্ট্রীয় খেতাব ‘পদ্ম বিভূষণ’ পাওয়া আন্না হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। উল্লেখ্য, প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে গ্রেফতারের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে আন্না হাজারের দুর্নীতি বিরোধী অনশনের পেছনে বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইন্ধন দেখতে পাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ওয়াশিংটন আন্নার প্রতি সমর্থন দেয়ায় কংগ্রেস এমন আশঙ্কা করছে। কেননা ভারতের স্বাধীনতা লাভের পর এই প্রথম যুক্তরাষ্ট্র দেশটির কোনো প্রতিবাদ বিক্ষোভের প্রতি সমর্থন দিল। আন্না হাজারের অনশন কর্মসূচি গ্রহণের পেছনে কোনো বিদেশি শক্তির ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেস।
গতকাল দ্য টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়, কংগ্রেসের মুখপাত্র রশীদ আলভি দাবি করেছেন, আন্নার অনশনের পেছনে বিদেশি শক্তির ইন্ধন আছে। প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বিবৃতির সূত্র ধরে তিনি এ দাবি করেন। মনমোহন লোকসভায় বিবৃৃতিতে বলেন, অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের উত্থানের প্রতি ঈর্ষাপরায়ণ শক্তির কাছে আমরা কখনও মাথা নত করব না। আন্নার গ্রেফতার সম্পর্কে পার্লামেন্টের উভয় কক্ষকে অবহিত করার সময় প্রধানমন্ত্রী মনমোহন আরও বলেন, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আমাদের উত্থান ঘটছে। বিশ্ব আসরে ভারত এমন একটি মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হোক তা অনেকেই চায় না। আমরা অবশ্যই বিদেশি শক্তির ক্রীড়নক হব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


