
সংবাদ শুরুতে শিরোনাম: পাতলার মার মেজাজ ওইত্যাধিক খারাপ আছে।
পুরো সংবাদ: আমাদের স্থানীয় প্রতিনিধি কেট্টু নিম্মতড়নের মাধ্যমে আমাদের জানিয়েছেন যে, পাতলাম মার আজ মেজাজা অইত্রাদিক খারাপ। যা ফলে বর্তমান পরিস্থিতি থমথমে বিরাজ করছে। ঘটনার কারণ-কাহিনী ব্যাপক লম্বা।
স্থানী ফায়ার সার্ভিসকে ইতি মধ্যে অবগত করা হযেছে, যার ফলে তারা গত কাল আসবেন বলে জানিয়েছেন। কেন তারা গত কাল আসবেন, তা জানতে চাওয়া হলে, তারা জানান, যেহেতু, তাদের অব+গত করা হয়েছে, তাই তারা গতকাল আসবেন। তবে, যদি তাদের অবগামী করা হতো, তাহলে তারা আগামী কাল আসার জন্য চিন্তা ভাবনা করতেন। :-&
স্থানী চেয়ারম্যান এই ঘটনায় তীব্র চিন্তা যুক্ত আছেন। কারণ, তিনি উক্ত পাতলার মা-র গর্বিত স্বামী। তাই তিনি টনার আশে-পাশে পা মারাচ্ছেন না।
সংবাদের এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আমরা আবারো ফিরে আসবো। তবে কবে আসবো জানাতে পারছি না বলে দুঃখিত।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



