নোয়াখালির এক লোক প্রচুর টাকার মালিক। কিন্তু সে লেখাপড়া তেমন জানে না। জীবনে প্রথম সে ঢাকা শহরে এসেছে। সে এমনভাবে কাপড়-চোপর পরে আসল যেন সে গ্রাম থেকে এসেছে সেটা কেউ বুঝতে না পারে। শহরে আসার মুল উদ্দেশ্য ছিল একটা টিভি কিনবে তাই অনেক খুঁজে একটা ইলেক্ট্রনিক্সের দোকানে ঢুকল। একটা টিভি ওর খুব পছন্দ হল। টিভির দিকে আঙ্গুলে ইশারা করে দোকানীকে জিজ্ঞেস করল
-এই টিভিটার দাম কত??
দোকানীর সোজা উত্তর
-আমি নোয়খাইল্লাকে মাল বিক্রি করিনা। আর কোনদিন আমার দোকানে আসবেন না।
লোকটা কিছুটা ঘাবরে গেল। মনে মনে ভাবতে লাগল, আমি নোয়াখাইল্লা বুঝলো কেমনে!!! কি আর করা দোকান থেকে বের হয়ে গেল। কিন্তু টিভিটা তার এত বেশী পছন্দ হয়েছে যে কিভাবে কেনা যায় ভাবতে লাগল। পরের দিন বিদেশীদের মত মেকাপ নিয়ে ওই দোকানটাতে গেল।
-Wow!! nice TV. How Much??
এবার দোকানদার প্রচন্ড রেগে গেল। বলল
-আমি তোকে আমার দোকানে আসতে মানা করেছিলাম না। তারপর ও কেন ঢুকছস?
এবার নেয়াখালীর লোকটাও রেগে গেল।
-আইজ্জা তোরে কইতে অইবো আঁই নোয়াখাইল্লা কেমনে বুঝস??
তখন দোকানী বলল
-তুমি গত দুইদিন ধরে যেটাকে টিভি বলছ সেটা টিভি না মাইক্রোওয়েভ ওভেন।
--------------------------------------------------------------------------
আমাদের অফিসে আমি সহ তিনজন চিটাগাংয়ের আর একজন নোয়াখালি ও একজন ফেনীর। আমাদের মধ্যে সম্পর্কটা খুবই বন্ধুত্বভাবাপন্ন। শ্রেফ মজা করার জন্য আমরা একে অপরের এলাকা নিয়ে বিভিন্ন গল্প বানাই। তার কয়েকটা আমি ধারাবাহিক ভাবে লিখব। আমি আবার ও বলছি গল্পগুলো শ্রেফ মজা করার জন্য অন্য কোন উদ্যেশ্য এতে নেই। তারপর ও কেউ দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
--------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৬ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




