আগে আগে দেখতাম,
রাস্তার মোরে।
চিল্লায়ে গলাবাজি,
হাতে মাইক ধরে।
চিপাচাপা চুল্কানি,
মলমের সারি।
সান্ডার তেল বেচা,
ক্যানভাস ভারি।
আজ কাল তারা নাকি,
আধুনিক সেজে।
রেডিওতে গলাবাজি,
পয়সার খোঁজে।
রেডিওতে ভাব ধরে,
গলা বেঁচে খায়।
আর.জে. নাম নিয়া,
লেঞ্জা নাড়ায়।
কাজ কাম খুব তার,
বসে মারা চাপা।
মেয়েদের কল পেয়ে,
খুশি ভরা চোপা।
কিছু কিছু পাব্লিক,
ফোন দিয়া রোজ।
হুদাই পঁচানি খায়,
নিয়া দেখো খোঁজ।
পঁচানি দিয়া খুশি,
আর.জের পার্ট।
মেয়েদের সামনে,
খুব স্মার্ট ।
কপাল ভালোরে দাদা,
রেডিওর শো।
চেহারা যায়না দেখা,
কেমনটা ও।
খুব স্মার্ট তারা,
হায় উচ্চারণ।
সব র ড় হয়ে,
নতুন ব্যাকরণ।
হট সিট্ না গরম সোফা,
কি জানি কি কয়।
আর.জের হাসি শুনে,
লাগে দাদা ভয়।
মুখেও হয়ত দাদা,
আছে স্কেল।
মাপা মাপা হাসি দিয়া,
মাইয়াগো তেল।
শো শেষে খুব হেসে,
খুঁজে নাম্বার।
মাইয়ারা খুব খুশি,
ফোন পেলে তার।
ভাইয়া ছাইয়া বলে,
মেয়েদের ঝাপ।
বলদ আর.জে খুশি,
মেরে যায় লাফ।
ফোনেতে ফাপর মারা,
কিছু পোলাপান।
সামনে আসলে দেখ,
মোকলেস খান।
গলা বেচে খায় তারা,
কথা দিয়া রাজা।
পকেট হাতায় দেখো,
পেতে পারো গাঁজা।
রাতে তার পার্টি তে,
মেয়ে দের ভীড়।
মিডিয়ায় যেতে চায়,
সব অস্থির।
আর.জে হলে খুশি,
হতে পারে চান্স।
পার্টিতে মেয়ে তাই,
খুব আড্ভান্স।
অতঃপর লুটপাট,
কে চেনে কারে।
বাম্বু খাইছে যারা,
ধীরে ধীরে সরে।
ভাইয়াটা খুব ভালো,
কথাতে যা জাদু।
ভাইয়াটা মৌমাছি,
চায় শুধু মধু।
শালার বেটা নদু..........।
{ভালো সব Rj দের আমি সম্মান করি,,এই কবিতাটা Rj না জেনেই যারা Rj সস্তা সেজে বসে আছে তাদের জন্যে…..}

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




