ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাত ১১টায় এ ফল প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অফিস সূত্রে জানা যায়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ধর্মতত্ত্ব অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iubd.net/www.iu.ac.bd থেকে তাদের ফল জানতে পারবেন।
‘এ’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুরা ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল-কুরআন (৮০ জন), আল-হাদিস (৮ ০জন) ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ (৮০ জন) বিভাগে ভর্তি হতে পারবে। মেধাতালিকার সাক্ষাৎকার শেষে কোনো সিট ফাঁকা থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে পূরণ করা হবে।
উল্লেখ্য, শনিবার সকাল সালে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




