
একটু জুম করে দেখে নেই

ভাবতেই অবাক লাগে এরকম বিশিষ্ট সনামধন্য লেখক এরকম ভুল কিভাবে করে?
তিনি লিখেছেনঃ "শুভ নববর্ষ ১৪২৩। সবার জীবন ভরে উঠকু অনাবিল শান্তি, আনন্দ, প্রীতি, কল্যাণ, সুখ ও সমৃদ্ধিতে। সবাই সুস্থ থাকুন, নীরোগ থাকুন, সবাইকে নিয়ে আসুন সবাই ভালো থাকি। ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুক আমাদের প্রিয় পৃথিবী।।" ( এডিটের পর, এখনো আছে স্ট্যাটাসটি)
ভুলগুলোঃ
১/ "উঠকু" উঠকু বলে কিছু কি আছে ? আমি তো এতো দিন জানতাম "উঠুক" বলে কিছু আছে।
২/ "সুস্থ" ? সুস্থ্য এটাই তো শিখেছিলাম
"সবাই সুস্থ থাকুন, নীরোগ থাকুন, সবাইকে নিয়ে আসুন সবাই ভালো থাকি।" (যদিও এটা কোন ভুল না তবুও আমার প্রশ্ন, সবাইকে নিয়ে কোথায় যাবো? এই কথার কনো মানেই বুঝলাম না
সমস্যাটা আসলে অন্য জায়গায়। নিয়মিত পশ্চ্যাত বিষয় গুলো ফলো করা, আর এক দিনের জন্য বাঙ্গালী হওয়া।
নববর্ষ ১০ বছর আগে ছিলো অন্য রকম এখন ২০১৬ তে অন্যরকম। এখন মেক্সিমামই দেখা যায় নববর্ষ মানে বিএফ/জিএফ দের জন্য ভেলেন্টাইন্স পার্ট টু + বড় অঙ্কেল আন্টি দের জন্য লাল-পানির পার্টি। সো এরকম ভুল হতেই পারে
ব্যাপার ঐটা না ব্যাপার হলো পোষ্টটা করার পর কি চেক করা উচিত ছিলো না? নাকি পোষ্ট করেই তিনি ঘুমাই গেছিলেন? আমার মনে হয় হুশ হারিয়ে ফেলেছিলেন নববর্ষের আনন্দে ।
এনিওয়ে পোষ্টটা ক্রিটিসাইজের জন্য না। পোষ্টটা হুশ ফিরিয়ে দেওয়ার জন্য।
শুভ নববর্ষ ১৪২৩
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



