বর্ণ আইডেন্টিটি,সুপ্রিমেসি,আল্টিমেটাম-ম্যাট ডেমন অভিনীত এই ছবি তিনটি নিঃসন্দেহে যুগের অন্যতম সেরা action films.ম্যাট ডেমন এর অসাধারণ অভিনয় আর রবার্ট লুডলাম এর অমর সৃষ্টি জেসন বর্ণ চরিত্রটির কল্যাণে বর্ণ সিরিজ পেয়েছে আকাশচুম্বি জনপ্রিয়তা।২০০৭ সালে সর্বশেষ বর্ণ আল্টিমেটাম রিলিজের মাধ্যমে সিরিজটি শেষ হয়।এরপর অনেকবার এই সিরিজের সি্ক্যুয়েল নির্মাণের দাবি উঠেছে কিন্তু সঠিক চিত্রনাট্যের অভাবে কোন কিছুই হয়ে উঠেনি।
সম্প্রতি ছবির প্রযোজক ফ্রাঙ্ক মারসিলি টুইটার একাউন্টে লিখেছেন যে,বর্ণ সিরিজের লেখক টনি গিলরি সিরিজের চথুর্থ পর্বটি লিখবেন,অর্থাত নতুন একটি বর্ণ মুভি আসছে।কিন্তু এটি এখনো বোঝা যায়নি যে নতুন এই মুভিতে ম্যাট ডেমন থাকবে কি না।কারণ ডেমন বলেছেন ,আগের পর্বের পরিচালক পল গ্রিনগ্রাস এটি পরিচালনা না করলে তিনি এতে অভিনয় করবেন না।অপরদিকে পল এই সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আরও আগে।এছাড়া তৃ্তীয় পর্বে বর্ণ সিরিজ এর সঠিক সমাপ্তিই হয়েছে বলে মনে করেন অনেকে।তাই নতুন এই ছবিটির মান নিয়েও সংশয় দেখা দিতে পারে।তাছাড়া,আমাদের কাছে ডেমন মানে বর্ণ আর বর্ণ মানেই ডেমন।তাকে ছাড়া বর্ণ কখনোই পূর্ণতা পেতে পারে না।
আপডেটঃ
তবে এরপর ও কথা থেকে যায়।ম্যাট ডেমন সম্প্রতি আবার বলেছেন যে তিনি গ্রিংরাসের সাথে বর্ণ লিগাসি করতে পারেন তবে তারা দুজন ই এখন অনেক ব্যাস্ত ।তবে নতুন এই ছবিটি নিয়ে শুরু হয়ে গেছে সব আয়োজন।২০১২ সালের দিকে রিলিজ পেতে পারে ''বর্ণ লিগাসি''http://www.imdb.com/title/tt1194173/ নামক এই ছবিটি।
পুনশ্চঃ
ছবি তিনটি দেখা না থাকলে দেখে ফেলেন।এর মত এত রিয়েলেস্টিক আকশন ফিল্ম আমি আর দেখি নি। ম্যাট ডেমন আর জেসন বর্ণ দুজন ই অসাধারণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




