ফেসবুকে আমি একটা গ্রুপ(ফ্যান পেজ না) মেইনটেন করি, যাতে ইদানিং খুব বেশী স্পামিং হয়। স্পামার রা এডমিনদের কে আগে ব্লক করে তারপর পোষ্ট/কমেন্ট করে। এতে করে এদের পোষ্ট/কমেন্ট এডমিনরা দেখতে পায় না, সাধারন মেম্বার যাদেরকে সে ব্লক করেনি, তারা দেখতে পায়। এমনকি মেম্বার লিষ্টে তাদের খুজে পাওয়া যায় না, যে তাদেরকে সহজে ব্লক বা ডিলিট করা যাবে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের কাছে কোন সমাধান আছে? আর এই সমস্যা থেকে উদ্ভব কিছু প্রশ্ন আছে, জানা থাকলে উত্তর দিন প্লিজ।
১>ফেসবুকের পেইড একাউন্ট নেওয়া সম্ভব কিনা
২>যদি নেওয়া যায়, তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে
৩> পে করে কোন গ্রুপ মেইটেইন করা যায় কিনা। যাতে গ্রুপ এডমিনিষ্ট্রেশনে অধিকতর সুবিধা পাওয়া যাবে।
৪> খুবই চরম রেসট্রিকটেড একাউন্ট করার কোন উপায় আছে কিনা, যাতে আমার প্রোফাইল কে কেউ ব্লক করতে না পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




