একবার চীনের এক প্রদেশ রাজা ইয়োজিন তার সেনাপতির যুদ্ধ সাফল্যে খুব খুশি হলেন। ফলে তিনি সেনাপতিকে ভালবেসে নিজের সিংহাসন ছেড়ে রাজত্ব দিয়ে দিলেন। যদিও সেই সময় সেনাপতির মোটেও রাজা হওয়ার যোগ্যতা ছিল না।
কিন্তু কিছু দিন যেতে না যেতে সেনাপতি রাজা হয়ে পূর্বের রাজা ইয়োজিনের সাথে সব কিছুতেই দাম্ভিকতা করা শুরু করলেন।
তিনি ইয়োজিনের সাথে এমন একটা ভাব নিতে থাকলেন যে যেন ইয়োজিন তার যোগ্যই না। ইয়োজিন ভাবতে লাগলেন যে, আমি যে সেনাপতিকে রাজত্ব দিয়ে রাজার মর্যাদায় আসিন করলাম সেই সেনাপতি এখন নিজেকে রাজা ভেবে আমাকে তুচ্ছ জ্ঞান করে!
আর বাস্তব জীবনে এই গল্পের মত আপনি যখন কোন মানুষকে বিভিন্ন প্রশংসা বা সুযোগ দিয়ে এটা বুঝাবেন যে তারা আপনার চেয়ে উতকৃষ্ট বা যোগ্য তখন তারা আপনার থেকে সেই প্রশংসা বা সুযোগটুকু পেয়ে উল্টা আপনার সাথেই পার্ট নেওয়া শুরু করবে।
এবং এমন একটা ভাব নিবে যে তারা আসলেই সেই প্রশংসার যোগ্য ছিল। বরং আপনি তাদের কাছে সস্তা ছিলেন। কিন্তু তারা এটা ভেবে দেখে না যে, আপনি তাদের জন্য আপনার হৃদয়ের রাজ্যটা ছেড়ে দিয়ে তাদের প্রশংসিত হওয়ার সুযোগটা করে দিলেন। যদিও তারা সেই প্রশংসা বা সুযোগ পাওয়ার যোগ্য না তখনো পর্যন্ত।
আমরাও জীবনের অনেক ক্ষেত্রে এমন অনেক আযোগ্য প্রশংসা পেয়ে খোদ সেই প্রশংসাকারীকে তুচ্ছ মনে করে থাকি। তাই আমি নিজে যা না, নিজেকে তার চেয়ে বেশি ভাবাটাও বোকামি ছাড়া আর কিছু না। গল্প- (জাহিদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




