ধর্মীয় দৃষ্টিকোন থেকে সব চেয়ে পবিত্র স্থান বলা হয়ে থাকে মসজিদ মন্দিরকে। আর সব চেয়ে অপবিত্র স্থান বলা হয়ে থাকে বাজারকে। কারণ যত রকমের হারাম-অশ্লীল আর চুরি বাটপারি সবই হয়ে থাকে বাজারে।
একই ভাবে কোন দেশের সর্বোচ্চ শিক্ষার স্থান বা সর্বশেষ বিবেক তৈরির কারখানা বলা হয়ে থাকে সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে।
কিন্তু সেই স্থান গুলোকে কিছু জন্মপাপী বাজারের মতই অপবিত্র করে ফেলে চুরি, লুটপাট আর নারী কেলেংকারীতে।
জন্মপাপী মানে হল যেখানে তার বাবা মাও জানতেন না তাঁরা কেমন সন্তান পৃথিবীতে নিয়ে আসছেন। তাঁরাও কখনো চান নি এমন কুলাংগার এই ধরণীর বুকে এসে কলংকিত করুক তাদের নাম। তাই এরা জন্মগত ভাবেই পাপী।
তখন রাত ১২ টা ৩০ কি ৪০ বাজে। অচেনা একটা নাম্বার থেকে কল আসে। ওপাসে একটা পুরুষ কন্ঠই কাঁদতে কাঁদতে বলে বন্ধু, আমার সব শেষ। আমি কোন দলও করি না, আশে পাশেও নাই। কিন্তু আমার এতো দিনের এত কষ্টের তিল তিল করে জমানো টাকায় কেনা ল্যাপটপটা শালারা রুম চেক আপের নামে চুরি করে নিয়ে গেল!
আমার মোবাইল, আমার মানি ব্যাগে থাকা খাওয়ার টাকাটা পর্যন্ত এরা কেড়ে নিয়ে গেছে! এখন আমি কি করব! বাড়ীতে টাকা পাঠাব কি করে! আমি চুপ করে শুনে যেতে লাগলাম।
সে আরো বলে যেতে লাগল, সারা দিন কষ্ট করে ২/৩ টা টিউশনি করে মাত্র ১ মাস হল ল্যাপটপটা নিলাম। তাও ১২,০০০ টাকা ধার করে। এর উপর প্রতি মাসে বাসায় টাকা পাঠাতে হয়। শালাদের পায়ে ধরেও নিস্তার পাই নি। সব নিয়ে গেছে। এমন কি পরার জুতাও বাদ যায় নি!......
শেষে আমি শুধু বললাম ধৈর্য ধর, বিচার পাবি না। আল্লাই এর প্রতিদান দিতে পারে।
কল কেটে যাওয়ার পর আমার চোখে পানি জমতে শুরু করল।
আমি জানি ছেলেটা কতটা, কতটা কষ্ট করে কম খেয়ে না খেয়ে ৩ টা বছর একটু একটু করে টাকা জমিয়ে এই সাধের মেশিন খানা কিনেছে। শুধু সাধ না বিজ্ঞানের ছাত্র বলে এখন তার পড়াশুনা আর গবেষণাও ক্ষতিগ্রস্ত হবে অনেক। সামনের মাসেই তার মাস্টার্স শেষ, পরীক্ষা চলছে। আর হল ছেড়ে দেওয়ার কথা ছিল।
তার সেই কষ্টার্জিত ল্যাপটপ বিক্রির টাকা দিয়ে কুলাংগারগুলো আরও একটি রাত মেয়ে আর মাল নিয়ে পড়ে থাকবে নিজেদের ভেতর ভাগাভাগি করে।
অপ্রিয় কিন্তু সত্য, প্রতিদিন এমন কুলাংগারদের সাথেই আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছি। যারা নাকি ছাত্র রাজনীতির দন্ডধারী, একদিন তারা হবে এই দেশের মন্ত্রী এমপি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




