লাল-নীল শাড়ী পড়ে ঘুড়ার গাড়ীতে উঠেছে মেয়েরা।
পিছু পিছু হেটে যাচ্ছে ব্যান্ড দল।
তার পিছনে ছেলেদের কু-কীর্তি!
একজন আরেক জনের গায়ে রং লাগাচ্ছে...
এটা ছিল আমাদের র্যাগ-ডে।
আমাদের র্যাগ-ডে'র শ্লোগান ছিলো "...আজ থেকে বেকার"
এই স্লোগান নিয়ে একটি কবিতা লিখেছিলাম, আপনাদের সবার সাথে কবিতাটি শেয়ার করছি-
আজ থেকে বেকার!
আকাশে প্লেন উড়ে যেতে দেখতাম
তাকিয়ে তাকিয়ে ভাবতাম
বড় হলে পাইলট হব।
যখন পেন্ট ছেড়ে লুঙ্গি পাড়তে শিখেছি
ততোদিনে আমার চিন্তা বদলে নিয়েছি,
প্লেন চালাব না, প্লেন বানাব।
আগে ভুল ভেবেছি
বড় হলে আমি ইঞ্জিনিয়ার হবো।
এতদিনে শার্ট পেন্টে গুজে পরা শিখা হয়েছে
আমার ধারনা গুলোও বদলে গেছে,
চাইলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না।
আমাকে নাকি চাঞ্চ পেতে হবে।
আবিষ্কার করলাম, আমি একজন রসায়নবিদ হতে যাচ্ছি।
এরমাঝে ২৩বাছর পার হয়ে গেছে
এবার যে আমার প্রেম করার সময় হয়েছে,
এক শুভ দিনে
এক গুচ্ছ ফুল কিনে, তার হাতে দিলাম
আমার নয়ন অপলক, কান সজাগ,
শুনলাম, এই নিয়ে তার নাকি ২৩ বার পূর্ণ হলো।
আমার চিন্তা বদলে গেল
এবার পড়ালেখার ভূতে পেল
জ্ঞান অর্জন করতে চাই
জানলাম, তার নাকি আর সুযোগ নাই,
সময়গুলো সব পার হয়ে গেছে।
এবার সবার চিন্তা বদলে গেছে
সবাই বুঝেছে, নিজ পায়ে দাড়াতে হবে
তাই, আমাদের হাহাকার
আজ থেকে বেকার!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১১ ভোর ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




