একদিন ক্লাশে যেতে দেরি হয়ে যাচ্ছিল, হল থেকে বের হয়ে রিক্সা ডাকব, দেখি এক অতি বুড়া মানুষ রিক্সা নিয়ে দাড়িয়ে আছেন, দেখে খারপ লাগল, এবং মনের অজান্তেই ওই বুড়াকে না ডেকে আমি দূরের অন্য একটি রিক্সা ডাকছিলাম, এমন সময় অই বুড়া আমাকে বলে কোথায় যাবেন? আমি আর উপায় না দেখে তার রিক্সায় উঠে বসলাম।
আগ্রাহ বসত তাকে দুই একটি কথা জিজ্ঞাস করছিলাম। কথার এক পর্যায়ে বুড়া আমাকে জানাল, আগামীকাল তার বড় মেয়ের বিয়ে, বিয়ের দিন কিছু খরচা করতে হবে তার সে রিক্সা নিয়ে বেড়িয়েছে। বুড়ার কিছু বাস্তবতা শুনে খুবি খারাপ লেগেছিল।
প্রথম দেখাতে বুড়াকে এড়িয়ে যেতে চেয়েছিলাম! তার দুঃখ আমার অজানাই থাকত।
সমাজে কিছু মানুষের দুঃখ অজানাই থাকে, এরই একটা বাস্তব চেহারা ফুটিয়ে তুলেছে রবি মোবাইল কোম্পানি তার এক বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি হয়ত সবাই দেখেছেন, তবুও আমি শেয়ার করলাম।
তাদের এই বিজ্ঞাপন যতবারই দেখি ততই ভালো লাগে-
Spreading smiles this Ramadan
আর আমার এই লেখার শিরোনাম এমন হবার কারন আমি যখন বিল বোর্ডে রবির বিজ্ঞাপন দেখাছিলাম, আমার কাছে মনে হচ্ছিল তারা প্রমিকার মুখে হাসি ফুটানুর ইঙ্গিত ছাড়া আর কিছু বুঝে না!
আর ওই বুড়া? তার খুজ এখনো আমার কাছে আছে, আগ্রহ থাকলে আওয়াজ দিয়েন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




