আমার ভাতিজি নাম আবিদা। বয়স সাড়ে ৩ বছর। হঠাৎ একদিন গরম পানি পড়ে ওর হাতটা পুড়ে গেল। আমারতো ওর এ অবস্থা দেখে মাথা নষ্ট হয়ে গেল। ওর মা রিতিমতো কান্নাকাটি শুরু করে দিল। এখন কি করবো, কোথায় নিয়ে যাবো। তারপর চটজলদি একটি সিএনজি ভাড়া করে পঙ্গু হাসপাতালের দিকে যাচ্ছি। যাওয়ার পথে ক্যান্টনমেন্টে আর্মি সিএনজি থামালো
-কোথায় যাচ্ছেন?
-বল্লামঃ বাচ্চার হাত পুড়ে গেছে? তাই পংগু হাসপাতালে যাচ্ছি।
তারপর সিএনজি ছেড়ে দিল। একটু পড়ে আবিদা আমাকে অবাক করে দিয়ে বললঃ
- চাচ্চু এখানে বাচ্চা কে?
আমি চারদিক তাকালাম এবংবল্লাম
-কই এখানে তো কোন বাচ্চা নেই, তবে বুড়ী আছে।
-চাচ্চু বুড়ীটা কে?
-তুমি। তারপর হি হি হি হি।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




