জনৈক : আচ্ছা ভাই আপনার এই এলাকায় এবং আপনার আশেপাশে তো অনেকগুলো কুত্তা ছিল!
প্রহরী :কুত্তা ! ওগুলো এখন কুকুর হয়ে গেছে
আর কিছু বিলাসী তেল ও সুগন্ধি চালে মাখামাখি খাচ্ছে ।
এসব কথার মানে কি ভাই?
হা হা হা বুঝে আসনি তাই তো! শোনেন গরীবের পথে ছিল কুত্তা এখন বড় লোকের বিছানায় উঠে হয়েছে কুকুর ! মজার ব্যাপার কি জানেন ঘেউ ঘেউ করে কুত্তা স্টাইলে!
আর বিলাসী তেল আর সুগন্ধি চালের মাখামাখি হচ্ছে ওই যে মুঘল দস্যূদের খাবার (বিরিয়ানি)রং বেরঙের বাত্তি জালাইয়া নিরীহ খাসি বলে চালিয়ে দিচ্ছে। এভাবেই তো খাসি আর কুকুরে "কুত্তা" উধাও !
তবে এখানে মজার বিষয়টা বেশি মজার ,
মুঘল দস্যূদের খাবার আর ঘেউ ঘেউ মিলে এক অদ্ভুত পালের গঠন হয়েছে । কুকুর হয়ে কিছু বেঁচে যাচ্ছে আর ছাগল বা খাসি হয়ে এদের তেলে জলে ডুবে যাচ্ছে!!

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




