জোকস টি লেখার পূর্বে এটা লিখে দেই যে, আমি যখন শুনি, তখন নোয়াখালি ছিল বলে এখানে ও নোয়াখালি ই ব্যবহার করেছি। আমার নোয়াখালির কোন ভাই/বোন মনে কষ্ট পাবেন না, please. অন্য যে কোন কিছু দেয়া যেতে পারে...
এক লোক এক electronics এর দোকানে গিয়ে পরিষ্কার বাংলায় দোকানদার কে জিজ্ঞেস করলেন, ভাই এই টিভি টার দাম কত?
দোকানদার বলে, আমি নোয়াখালির লোকের কাছে কিছু বিক্রি করি না।
লোকটা অবাক হয়ে চলে গেল।
পরদিন বিদেশি সেজে স্যুট টাই পরে গিয়ে ইংরেজি তে জিজ্ঞেস করলেন, ভাই এই টিভি টার দাম কত?
দোকানদার আবার বলে, আমি নোয়াখালির লোকের কাছে কিছু বিক্রি করি না।
ইন্ডিয়ান, পাকিস্তানি, এরাবিয়ান সেজে তাদের ভাষায় বলে ও একি উত্তর। লোকটি এবার দোকানদার কে জিজ্ঞেস করলেন, আমি যে ভাবে ই আসি, আপনি বুঝে যান কিভাবে আমি নোয়াখালির লোক??
দোকানদার জবাব দেয় , একমাত্র নোয়াখালির লোকেই ওভেন কে টিভি বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




