বেশ কিছুদিন ধরে দেখছি - রাজনীতিটা বুঝার চেষ্টা করছি - উপসংহার হলো - একটা নির্বাচন হয়েই যাচ্ছে - এখানে একদল লোক তাদের পছন্দের প্রার্থীকে পাচ্ছে না - এইটা খুবই দুঃখজনক - কিন্তু এইটাও একটা রাজনৈতিক অধিকার - ১৯৭০ সালে মাওলানা ভাসানীর বিরাট দল ন্যাপ "ভোটের আগে ভাত চাই" - এই শ্লোগান দিয়ে ভোট বর্জণ করেছিলো - কিন্তু শেখ মুজিবুর রহমান সকল অড উপেক্ষা করে ভোটে গেলেন - ফলাফল বাংলাদেশের জন্ম হলো।
ঐতিহাসিক সত্য হলো আজকের ভোট বর্জনকারীদের অনেকেই মাওলানা ভাসানীর সমর্থক ছিলেন - এইটা কাকতালীয় হতে পারে।
কি হতো ভোটে গেলে - সবচেয়ে খারাপ আউটকাম হতো ক্ষমতায় যাওয়া যেতো না - কিন্তু পারিপার্শিক চাপে একটা তুলনামুলক ভাল নির্বাচন করা ছাড়া উপায় নাই - সেই সুবাদে একটা শক্তিশালী বিরোধীদল সংসদে থাকতো - যারা সরকারকে অন্তত জবাবদিহীতার মুখে ফেলতে পারতো।
বর্জনের ফল কি - জানি না - ভবিষ্যতই বলে দেবে - মুসলিম লীগ, ন্যাপ আর জাসদের ইতিহাস হয়তো আবার পুনরাবৃত্তি হবে - কে জানে!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



