শেখ হাসিনার নামে এতো মামলা হয়েছে যা গিনেজ বুক অব ওয়ালর্ড রেকর্ড এ চলে যাবে। এইটা ছিলো অবৈধ সরকারের ভুল - ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত।
আমার ধারনা পরিকল্পিত ভাবেই করা হয়েছে করা হয়েছে - বোকা বানানো আন্দোলনকারীদের একটা বুঝ দেওয়া জন্যে হয়তো করা হয়েছে।
কারন এই অবৈধ সরকারের মুল কারিগররা শেখ হাসিনাকে সম্পূর্ন নিরাপত্তা দিয়ে দিল্লীতে রেখে এসেছে।
অন্যদিকে - বন্দিবিনিময় চুক্তির সুবাদে শেখ হাসিনাকে ভারত থেকে আনার রাস্তা বন্ধ করেছে জামায়াত - তাদের যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে আদালতের বিচারপতি আর তাজুলের নিয়োগ দিয়ে প্রতিশোধের রাস্তা করতে গিয়ে শুরু থেকেই বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে - যা আন্তর্জাতিক ভাবে সমালোচনার মুখে পড়েছে। এই অবস্থায় ভারতে কোন ভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবার আলোচনায়ই আসবে না।
সমন্বয়ক আর জাতীয় নাগরিক কমিটির হাতে কাঠি চকলেট ধরিয়ে দিয়েছে ইউনুস - তাদের একমাত্র কাজ নির্বাচনে যে আওয়ামীলীগ পরিপূর্ন শক্তিতে আসতে না পারে। কারন এই তথাকথিক বিপ্লবের পরিধি শহর আর টিভির টকশোর বাইরে যেতে পারেনি নি - আর পাড়ার সম্ভাবনা খুবই কম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

