কেন মধ্যরাতে বয়োবৃদ্ধ এবং অসুস্থ ড. আবুল রাকাত কে গ্রেফতার করা হলো?
এই প্রশ্নের উত্তর জানার জন্যে আমাদের জানতে হবে কে এই আবুল বারাকাত?
উনি একজন মুক্তিযুদ্ধ এবং প্রথা বিরুদ্ধে সাহসী অর্থনীতিবিদ - যিনি প্রথম বাংলাদেশে জামায়াতের নিয়ন্ত্রিত এতটা স্বতন্ত্র অর্থনীতির বিষয়ে মানুষের চোখ খুলে দিয়েছিলেন (জামায়াতের অর্থনীতির সাথে তুলনা করা যায় ফিলিস্থিনের হামাসের কর্মকান্ডের সাথে) - উনার গবেষণা পত্র প্রকাশিত হওয়ার পর মৌলবাদের অর্থনীতি বিষয়ে ব্যপক আলোচনা শুরু হয় - কিন্তু তা এক সময় রাজনৈতিক ঢামাঢোলে হারিয়ে যায় কিন্তু মৌলবাদের সমান্তরাল অর্থনীতি আরো শক্তিশালী হয়ে উঠে - যা মুল অর্থনৈতিক কাঠামোর জন্যে হুমকি স্বরূপ।
আবুল বারাকাতের আরো কাজ - যা জামায়তকে বিব্রত করেছে তা হলো সংখ্যালঘুদের দেশ ত্যাগের বিষয়ে গবেষনা।
উনার নামে দূর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে সাম্প্রতিক - কিন্তু তার অনুসন্ধান এবং আইনী প্রক্রিয়া সম্পন্ন না করেই মধ্যরাতে গ্রেফতার মুলত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর জামায়াত বিরোধীদের মধ্যে আতঙ্ক তৈরীই মুল লক্ষ্য বলে মনে করছি।
জামায়াত ৭১ এ একই কাজ করেছে - আল বদর বাহিনী দিয়ে তাদের বিরোধী বুদ্ধিজীবিদের হত্যা করেছে - এবার এই অনির্বাচিত সরকারের ছত্রছায়ায় একই কাজ করছে আগেও- এইটা পরিষ্কার যে পপুলার ভোটে জামায়াত আপাতত ক্ষমতায় যেতে পারবে না - তাই আর্মী আর অনির্বাচিত সরকারের সুবিধা নিয়ে নিজেদের অর্থনৈতিক ভিত মজবুত করার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিরোধীদের দমন করে নিজেদের বয়ানকে জনগনের কাছে বিনা বাঁধায় প্রচার করার একটা পরিকল্পনা অনুসারে কাজ করছে।
বলা দরকার - শাহরিয়ার কবিরকে কেন বিনা বিচারে আটক করে রাখা হয়েছে - কারনতো একই, তাই না?
সবারই ভাল থাকবেন - নিরাপদে থাকবেন।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


