পড়লাম জুলাই এর ঘোষনাপত্র - সাধারনত কোন ঘটনা ঘটানোর আগে ঘোষনা দেওয়া হয় - এখানে হয়েছে উল্টো - ঘটনা ঘটানো হয়েছে ম্যাটিকুলাস ডিজাইন করে - তারপর লম্ফজম্ফ - হেন করেংগা তেন করেংগা - এই খাবো তা খাবো - অবশেষে - মাফ চাই দোয়াও চাই এ শেষ হয়েছে।
যেমনটা ছাত্রের শুধু গরুর রচনা মুখস্ত থাকলে নদীর রচনায় গরুকে নদীতে নামিয়ে পুরো গরুর রচনা ছেড়ে দেয় তেমনি দীর্ঘ ৫৪ বছরের রাজনীতির ইতিহাসকে মুখস্ত গরুর রচনা আকারের লিখা হয়েছে - বিষয় বস্তু একটাই - আওয়ামীলীগ।
আসলে মুল বক্তব্য হলো ২৭ আর ২৮ - আরেকটা বড় মাপের ইনডেমনিটি। এতে কি লাভ - ইনডেমনিটি যখন চাইছেন তাতেই তো প্রমানিত হয়েছে পুরো বিষয়টা ছিলো একটা রায়ট আর তাতে অংশ নিয়েছে শিবির আর হিজবুতের জংগীরা।
তবে বলতেই হবে - ইউনুস আবারো প্রমান করলো সে একটা অর্ন্তজাতিক মানের মার্কেটিং এক্সপার্ট। জুলাই এর চেতনা নামে যে উন্মাদনা ছিলো তাতে ঠান্ডা পানি ঢেলে নিজের ক্যারিসমাকে উঁচুতে নিয়ে গেছে। সুন্দর সুন্দর কথা বলে হিরোইনখোরাদের ছেড়ে দিয়েছে পরের সংসদের হাতে।
আর ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে একটা আলাপ হয়েছে - এতে রাজাকারদের দল রূষ্ট হয়েছে - হবারই কথা - ইউনুসের কোলে বসে ভালই মজা নিচ্ছিলো - এখন তাদের রিয়েল ওয়ার্ল্ডে যেতে হবে - সেখানে শুধু মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধ আর রাজাকারিই নয় - তাদের অন্যান্য ইসলাম নিয়ে রাজনীতি করা দলগুলোর মুখোমুখি হতে হবে যারা তাদের ইতোমধ্যে ভন্ড আর মুনাফেক হিসাবে প্রচার করা শুরু করেছে।
আর বাকী খুচরা দলগুলোর জন্যে ইন্টারকনের লাঞ্চ আর স্যন্ডুইচ শেষ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


