যুব উন্নযন অধিদপ্তরের অধিনে ৬৪ জেলায় 70 টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধমে Computer, Electronic ,RAC ,Electrical ,Trade ১৯৯৮ সালে প্রশিক্ষণ শুরু হয়েছিলো কিন্তু উক্ত প্রশিক্ষণ ষ্ঠুষ্টভাবে পরিচালনা না করে নতৃনভাবে ভেনগাড়ির মাধমে Computer, প্রশিক্ষণ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। জানা যায় এতে দায়িত্ব প্রাপ্ত কতাদের একাধিক বার বিদেশ ভ্রমনের সুযোগ আছে ।
ঊক্ত কাযর্ক্রম সম্পকে আপনার মতামত দিন।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




