ডরেমন এখন বাচ্চাদের কাছে খুব জনপ্রিয় একটি কাটুন। অনেকেই এটার বিরুদ্ধে কথা বলে। তবে এর কিছু দিক খুব কম বাচ্চাই অনুসরন করে। যেমনঃ
১)সময়ের কাজ সময়ে করা
২)মিথ্যা একদিন সত্যের সামনে হেরে যাবেই
৩)বড়দের সাথে ভাল ব্যাবহার
৪)ঠিক মত পড়াশুনা না করলে খারাপ ফলাফল
৫)দুই নম্বরি করে সাময়িক জয় পেলেও সামগ্রিক জয় পাওয়া যায় না
ডরেমন এর বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ এটা বাচ্চাদের হিন্দি শেখাচ্ছে। এটা একটা জাপানী কার্টুন যা ডিসনী চ্যানেলের ভারতীয় ভারসন এ দেখানো হয়। এতে বাচ্চাদের হিন্দি ভাষা শেখা নিয়ে খুব হই চই হয়। কিন্তু দোষটা তো আমাদের, যারা আমাদের বাচ্চাদের জন্য বাংলায় ভাল কোন কার্টুন দেখাতে পারি না। একটা বাচ্চা কে ইংলিশ কার্টুন এর সামনে ১০ বছর রাখলেও ইংলিশ না শিখলে সে কিচু বুঝবে না। কিন্তু যেহেতু বাংলা আর হিন্দি উভয়ই একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে তাই তারা এটা মোটামুটি বুঝে, কারন দুই ভাষার মধ্যে মিল বিদ্যমান। তারা সব সময় বাংলা শুনে, তাই হিন্দি টা মোটামুটি বুঝে।
হিন্দি চ্যানেল এর চণ্ডী না চটকায় নিজেরা বাচ্চাদের জন্য বাংলায় কার্টুন দেখানর ব্যাবস্থা করি তারপর হিন্দি চ্যানেল এর ১৪ গুষ্টি উদ্ধার করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



