আমাদের একটা খুব খারাপ স্বভাব অন্যকে হেয় প্রতিপন্ন আর ছোট করা। আর ভারত পাকিস্তানকে করার সুযোগ পেলে তো হইছে।
কালকের খেলার পর একটা কথা শুনতেছি ভারত নাকি পাকিস্তানকে টাকা দিয়ে ম্যাচ জিতছে মানে পাতানো খেলা হইছে। আচ্ছা কেউ কখনো শুনছে কোন খেলয়াড় ম্যাচ জিতার জন্য টাকা দিছে?? ভারতীয় বাজিকররা দিতে পারে কিন্তু এর সাথে খেলোয়াড়দের সম্পর্কটা বুঝতেছি না। আবার পাকিস্তান টাকা খাইলেও সবাই টাকা খায় এমনও শুনিনি কখনো।আর একটা ব্যাপার হয়ে গেছে ভারত জিতা মানেই ম্যাচ পাতায় জিতছে আর পাকিস্তান হারলেই টাকা খায়ে হারছে।
বাংলাদেশ কাল জিতে ফাইনাল এ গেল তারপর জিতেও গেল, তার মানে এটা যে পাকিস্তানকে টাকা দিয়ে আমরা জিতছি?? ১৯৯৯ এর ম্যাচটাও পাতানো?? আবার ভারত বাংলাদেশকে যত ম্যাচ হারাইছে সেগুলো টাকা দিয়ে?? মানে আমাদের খেলোয়াড়রা টাকা খায়!!!! কিছু লোকের কথাতে তাই মনে হয়।
ভারত এর সাথে সাকিব এর আউটটা নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য(!) মতামত হল ভারত থার্ড আম্পায়ারকে টাকা দিছে। অথচ পাকিস্তানের সাথে রিয়াদ এর আউটটা আরও খারাপ সিদ্ধান্ত ছিল। তখন আবার এরকম কিছু শুনি নাই! সাকিব এরটা ৫০-৫০ ছিল কিন্তু রিয়াদেরটা?ওখানে টাকা দেয় নাই পাকিরা??
কাল খেলা দেখে একবারো মনে হয় নাই পাতানো। পাকিস্তানের ব্যাটিং ভাল ছিল। আর ফিল্ডিং তো তাদের সব সময় খারাপ। শুরুতে একটা উইকেট ও নিয়ে নিছিল। একলাই কোহলী ম্যাচ জিতায় দিছে।আজব...কথায় কথায় ভারত পাকিস্তানকে ছোট করা হবে ঠিক যেমনটা তারা আমাদের করে। আমাদের পার্থক্য থাকল কই ওদের সাথে??? আমরা এতটা নিচে মনে হয় এখনও নামিনি যে কাউকে সম্মান করতে না পারলেও অন্তত অসম্মান করব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



