(বেশিক্ষণ লিখতে পারি না, গুছিয়েও লিখতে পারি না, ভুল মার্জনীয়)
শব্দটা কেন যে প্রয়োজনের সময় মনে পড়ে না,ধুর রাগ লাগে নিজের উপরেই। তবুও যা বলার তাতো বলেছিই,বাংলাতেই।
(এখনও একইভাবে তোমার শাড়ির আঁচল ঠিক করা দেখতে ভাল লাগে,কিন্তু কাজের ভারে তোমার নাক বোধয় বোচা হয়ে গেছে)
ভাবনা.......
আজ কিন্তু সেই দিনটির মতই প্রচণ্ড রোদ পড়েছে, ছাতা হাতে গগলস্ চোখে সাদা-কালো বল প্রিন্টের শাড়িতে তোমাকে কি যে অসম্ভব সুন্দর লাগছিল,বলে বুঝাতে পারব না। তোমার চোখে চোখ রাখার লোভ সামলাতে পারছিলাম না। কিন্তু তুমিতো সানগ্লাস পড়ে ছিলে,তাই ইচ্ছা করেই তোমাকে ধাক্কা দিয়েছিলাম। মাটি থেকে বই তোলার সময় সানগ্লাসটা নাকের ডগায় এসেছিল, উঠে দাড়িঁয়ে গ্লাসটা খোলার সময় এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম,কিন্তু কিছুক্ষণ পরেই...
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



