অনেকে হয়তো ভেবে থাকেন যে মুসলিমদের সম্ভাষণ পদ্ধতি আসসালামু আলাইকুম বোধ হয় হযরত মুহাম্মদ (সালাম) এর প্রচলন করা। খেয়াল করলাম আজকে একজনে পোস্টে সেইরকমই বক্তব্য।
প্রকৃত পক্ষে যে সালাম মুসলিমদের মধ্যে এখন ধর্মের অংশ হিসেবে প্রচলিত সেটা আরবের বহুল প্রচলিত সামাজিক রীতি। মাথায় টুপি যেমন মুশরিক, মুসলিম বা কাফের সবাইই পড়তো অনেকটা সেইরকম মুসলিম অমুসলিক সব আরবেরই সম্ভাষন ছিলো সালাম এবং এখনও আছে। নবী সেই সামাজিক রীতিটাকে বহাল রেখেছেন এবং উৎসাহিত করেছেন মাত্র। তিনি এটি চালুু করেন নি।
ভালো সোস্যাল নর্ম বা সামাজিক রীতিকে নবী নিজে সন্মান করতেন, একই সালাম যা মুশরিক বা কাফের সবাই ব্যবহার করতো, সেটাকে ধরে রাখা ও উৎসাহিত করার এটা একটা লক্ষ্যনীয় উদাহরন। ইসলামে প্লুরালিজম এবং আরো বেশি সহনশীলতা নিয়ে যাদের গবেষণা তারা এই জায়গাটাতেই জোর দিয়ে থাকেন। এক্সিট্রিমিজম মোকাবেলায় তাই এর তাৎপর্য আসলে অনেক।
মুসলিম ছাড়াও আরব সমাজে সালামের প্রচলন প্রায় সব জায়গায়। ইহুদী সম্প্রদায়, সময়ের হিসেবে যারা মুসলিম গোষ্ঠির অনেক আগেই বিদ্যমান তারাও নিজেদের মধ্যে, নিজেদের হিব্রু ভাষায় সালাম বিনিময় করে। হিব্রুতে সালামকে বলে সালোম। ইরানীরা নিজেদের মধ্যে গ্রিটিংস হিসেবে শুধু "সালাম" বলে, পুরো আরবীটুকু কদাচিৎ ব্যবহার হয়। প্রতি উত্তরেও বলা হয় "সালাম"।
নিউ টেস্টামেন্ট বা বাইবেল পড়লে দেখা যাবে ইংরেজী অনুবাদে যীশু খ্রিস্ট (ইসা আ.) যখন তার সাহাবী বা সঙ্গীদের কাছ থেকে শেষ বিদায় নেয় (বাইবেলের লেখকের লিপিবদ্ধ ইতিহাস অনুসারে) তখন তার সম্ভাষনটিও ছিলো Peace be unto you। যীশুর মাতৃভাষা ছিলো আরামায়িক যেটি আরবীর খুব কাছাকাছি। তাই সালামের ভাষাও খুব কাছাকাছি।
আরবের গোত্রে গোত্রে হানাহানির সময়ে সালামের অন্য আরেকটা তাৎপর্যও ছিলো। দুটি গোত্রের মানুষের মধ্যে দেখা হলে তারা যদি সালাম বিনিময় করতো তবে ধরে নেওয়া হতো তারা বন্ধুবৎসল। সালাম না দেওয়া মানে গোত্রের ভিতরে যুদ্ধ বা শত্রুতা বিদ্যমান।
প্রকৃতপক্ষে মুসলিমদের মধ্যে প্রচলিত এই সম্ভাষণ যে "আসসালামু আলাইকুম" তার ভিতরে ধমর্ীয় কম্পোনেন্টের চাইতে সামাজিক কম্পোনেন্টই বেশি। খ্রিস্টানদের সম্ভাষন, গড ব্লেস ইউ (আপনাকে খোদা রহম করুন) - অনেক বেশি ধর্ম কেন্দ্রিক। খোদা বা স্রষ্টাকে উহ্য রেখে কেবলমাত্র "আপনার প্রতি সালাম" (আসসালামুআলাইকুম) অনেকটাই সেকুলার (ধর্ম নির্ভর নয়) একটা সম্ভাষণই বোধ করি।
আমাদের নবীও সেই সম্ভাষনটাই রেকমেন্ড করছেন।
একটা ভালো সম্পূরক পোস্ট লিখেছেন [link|http://www.somewhereinblog.net/Fazalblog/post/28703744|dR
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৭ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



