1990
গন অভু্যত্থান ঘটানো হলো অনেক প্রাণের বিনিময়ে। উদ্দেশ্য স্বৈরাচারী জেনারেল এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে নামানো। কি হবে এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে নামিয়ে? গনতন্ত্র কায়েম করা হবে। দেশের উন্নতি করা হবে! ঠিক আছে... জনগন সাড়া দিল... ক্ষমতায় আসলো বিএনপি।
এরশাদ সাহেব 9 বছরে যত লুটপাট করেছিল তার থেকেও বেশী করে দেখালো প্রথম দুই বছরেই। বিনিময়ে আমরা পেলাম গনতন্ত্র। না খর্েেয় থেকে গকেটে সুদৃশ্য গনতন্ত্র নিয়ে ঘুরে বেড়ায় বাংলাদেশের জনগন।
1995
আওয়ামীলিগ শুরু করলো লাগাতার হরতাল, অবরোধ, ভাংচুর। জনগনের সম্পদ নষ্ট হচ্ছে.. তাদের গায়ে লাগছে না। তাও জনগন চুপ.. কারন গত পাঁচ বছরের লুটপাট তো থামবে। ক্ষমতায় আসলো আওয়ামী লীগ।
আওয়ামী লীগের প্রতি সর্বসাধারনের একটি শ্রদ্ধাবোধ ছিল আমাদের স্বাধীনতা ইতিহাসের কারনে। সেই শ্রদ্ধাবোধ মাত্র পাঁচ বছরেই ধুলোর সাথে মিশিয়ে দিল বর্তমান আওয়ামী লীগ তাদের সন্ত্রাস, স্বজনপ্রীতি, লুটপাট, ইসলাম বিদ্্বেষী মনোভাব ইত্যাদির দ্্বারা। অর্থনীতির অবস্থা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে রেখে আওয়ামী লীগ বিদায় নিলো। তখনো জনগন পকেটে সুদৃশ্য গনতন্ত্র নিয়ে খালি পেটে ঘুড়ে বেড়ায়।
2001
জনগন হতাশ। তাই আন্দোলন তেমন জমাতে পারল না কেউই। মন্দের ভাল হিসেবে বিএনপি ও জামায়াতকে ভোট দর্িেয় ক্ষমতায় আনলো জনগন। কিছুই করার ছিল না তাদের।
আগের চাইতে চরিত্র কিছুটা উন্নতি হলেও আশানুরুপ ছিল না তাদের কাজকর্ম। সন্ত্রাস কিছুটা কমাতে পারলেও বাংলার জনগনকে না খাইয়ে রেখে নিজেদের পকেটের পুষ্টি সাধনে ব্যাস্ত আমাদের মহান গনতান্ত্রিক রাজনৈতিক নেতারা। জনগনকে গনতন্ত্রের মুলো দেখিয়ে চলতে থাকলো তাদের লুটপাট। বিরোধী দলও এসব নিয়ে কিছু বললো না... বলাও কোন কারনও নেই... তারা আবার ক্ষমতায় আসলেও তো একই কাজ করবে। সুতরাং আন্দোলনের মূল লক্ষ হয়ে গেল ক্ষমতায় আসা। তখনো জনগন ঘুরে বেড়ায় পকেটে সেই কিছুটা জং ধরে যাওয়া সুদৃশ্য(!) গনতন্ত্র নিয়ে.. যথারীতি খালি পেটে।
2006
জনগন বিরক্ত! কি হবে আন্দোলনে আওয়ামী লীগকে সাপোর্ট করে? তারা ক্ষমতায় গেলেও তো আমাদের কোন উন্নতি হবে না। তবুও জোর করেই জনগনকে হরতাল অবরোধ ইত্যাদি হজম করতে হয়। দেশের কোটি কোটি টাকার সম্পদ ধংস হচ্ছে... তাদের কি!!!
কেন দেয়া হচ্ছে হরতাল অবরোধ? কেন ধংস করা হচ্ছে দেশের অর্থনীতি? জনগনের জন্য ভাল কিছু করার উদ্দেশ্যে? আমাদের মহান(!) নেতাদের কি সেরকম কোন ইচ্ছে রয়েছে? অতীতে ক্ষমতায় এসে তারা কি করেছিলেন তা কি আমরা ভুলে গিয়েছি? আমাদের কি এখনো তাদের সাথে নাচা উচিত?
আর কতকাল আমরা পকেটে সুদৃশ্য গনতন্ত্রের মোড়ক নিয়ে খালি পেটে ঘুরে বেড়াব!? ভেবে দেখেছেন কি? আমাদের কি ভেবে দেখা উচিত নয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



