somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

নাহিদা নদী
quote icon
সমসাময়িক বিষয় বস্তু, গল্প ,কবিতা লিখি। লেখালিখি ভালো লাগে।স্বপ্ন দেখি লেখার দ্বারা নতুন দিন কে আলোকিত করার।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

দিনাতিপাত

লিখেছেন নাহিদা নদী, ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭

আমি চাই তোমায়, পুষ্পের বর্ষিত বোমায়।
তোমার কিন্নর কণ্ঠে ঝঙ্কার তোলে কর্ণে
স্নিগ্ধময় হাসি,সরব কথা মালায় বারবার ফিরে আসি।
তোমার সুপ্রাসাদ অট্টালিকার নিচে
শান্তির নীড় কি যে! ,তোমার চোখ
বাইরের আলো খোঁজে না,বাস্তবতা বোঝে না।
শ্যামবর্ণ আমি কতই না দামী
কোঁকড়া চুল ঋজু করতে হয় না ভুল
রাত নেমে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৩৭ বার পঠিত     like!

একটা লড়াই চাই

লিখেছেন নাহিদা নদী, ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

একটা লড়াই চাই,সেটা হোক নিজের সাথে নিজের
একটা লড়াই হোক আমার সৃষ্ট কাজের।
অনেক তো লড়লাম,অস্ত্রের ঝনঝনানি
লাশ-লাশ আর লাশ ঐ হায়নাদের কারসাজি,
তবু বলি একটা লড়াই হোক হৃদয় রেখে বাজি।
আলোচক কিংবা সমালোচক নয়
সত্যিকারের মানুষ চাই যারা লড়বে,
নিজের দেহের সাথে আত্মার সাথে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     like!

মায়ের স্বপ্ন

লিখেছেন নাহিদা নদী, ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

বালকেরা খেলছিল ধুলায় লুটিয়ে
হাত-পা ছড়িয়ে ছিটিয়ে
মা তার দূরে দাড়িয়ে,কাঁদ কাঁদ ভঙ্গিতে
মাতাল সঙ্গীতে বলে-“আয় মানিক আয়
দুধ মাখা ভাত কাকে খায়।“
শূন্য থালা পড়ে আছে,কাকগুলো উড়ে গেছে
উঠানেতে ঠায় দাড়ানো,কুকুরের মুখ বাড়ানো
গন্ধ শুকে ফেরে,ক্লান্ত ভঙ্গিতে নেয় জিরিয়ে
বালকেরা খেলে মা ঠায় দাড়িয়ে থাকে।
মা চায় গোছানো ছেলে সে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

অসমাপ্ত

লিখেছেন নাহিদা নদী, ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

মনে হচ্ছে আমিও গদবাঁধা আর দশ জনের মত
হয়ে গেলাম, নিজেকে বিসর্জিত করে অর্পিত করলাম।
দেবীর আসনে কন্যারূপী কেউ থাকে না
তাকে কুমারী পূজাও গ্রহণ করতে হয়।
যখন সাধনা দরকার আরাধনা দরকার
আমরা পূজা দেই
আর শেষ হয়ে গেলে জলে ডুবাই।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

মন বসে না

লিখেছেন নাহিদা নদী, ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

মন বসে না
মন চলে গেছে কোন এক তপ্ত দুপুরের
হঠাৎ এলোমেলো হাওয়ায় অগোছালো
নদীর পাড়ে।
ঘাটে নৌকা বাঁধা,দূরে বাঁশের সাঁকো
আনমনা আমি,মন বসে না।
মন চলে গেছে কোন এক খোলা মাঠে
রোদে জ্বলে যাওয়া সবুজ ঘাসে
শায়িত আমি,
চারপাশে সোডিয়াম বাতির নিয়ন
আলোর চেয়েও তারা ভরা আকাশটাকে
খুব বেশি মায়াবী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

আনন্দলোক

লিখেছেন নাহিদা নদী, ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

তব আনন্দলোকে শূন্যতা ছেড়ে
শ্মশানের পরে
ভাসিয়ে ভেলা তোমার তরে,
মিলানোর ভয়ে ঐ কোমলতরে মায়ের ক্রোড়ে।
স্নিগ্ধতার আহ্বানে জেগে উঠতে চাই
সম্ভব কি তা? হয়তবা না।
কান্না দেহে ব্যাঞ্জনা ফুটাতে
কে করেনি উল্লাস?
তারপরেও হতাশা ভরে নিতে হয় দীর্ঘশ্বাস।
মিথ্যে নাটক কেবলই যাতক
অন্ধকারময় নিশি
সম্ভব কি দূর করা?হয়তবা না।
তাই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

পরিচয়

লিখেছেন নাহিদা নদী, ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

পথের ধারে পড়ে ছিলাম।কেউ কেউ মাটি
ভেবে তুলে নিল।দিতে চাইল নতুন আকার
পরে বুঝল আমি সত্যি বিকার!
অনেকে পানি মনে করে তুলে নিতে চাইল
দেখল তাতে বেখেয়ালে অনেক নোংরা লেগে আছে
পায়েই মাড়িয়ে গেল
মাসিমার দল বনফুল মনে করে মূল্য দিতে চাইল
হঠাৎ বিস্ফোরিত আঁখি
”ওমা একি দেখি!এ যে ধুতরা।ছাড় ছাড়
বিষে বিষায়িত হওয়ার কি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

পাওয়া

লিখেছেন নাহিদা নদী, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

আমি তো ভালই থাকতে চেয়েছিলাম
তুমি দিলে না!
আমি চেয়েছিলাম অরণ্য হতে ,ঘাসফুল হতে
বৃষ্টিস্নাত কর্দমাক্ত মাটির মাঝে
সন্ধ্যাবেলায় গোলাপি আভায় হারিয়ে যেতে।
বল,তবে কি আজ এই আমাকে তুমি পেতে?
আমি চেয়েছিলাম তোমার ভাতের লোকমা হতে
ক্ষেতের আইল হতে
তুমিই তো দিলে না!
তোমার কাছেই হারি
তোমার সকল কাজে
আমার অবস্থান... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

মন কাঁদে

লিখেছেন নাহিদা নদী, ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪

মন কাঁদে এখনো
জানি সময় পার তবুও
ছিলে কি তুমি কভুও?
আমি হাঁটছি,শীতে পা কাঁপে
গরম চায়ের চুমুক
চাই হৃদয় যাতনা একটু
হলেও কমুক।
তুমি হীনা মাঝ দরিয়ায়
ভালই আছি,
অনেক কবিতার হয়েছে ঠাঁই
তবু এত মানুষের ভিরেও
কেন তোমাকে চাই?
আনন্দ-উল্লাস তুমুল আড্ডা
বন্ধুরা চলে যাওয়ার পর
দরজা বন্ধ করি
হৃদয় মাঝে হাহাকার করে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

তোমার তরে

লিখেছেন নাহিদা নদী, ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩


তোমার তরে আমার জন্ম হোক
দেশ গড়ার জন্য তো অনেকেই আছে
আমি না হয় আমাকেই গড়বো।
তোমার তরে কালবৈশাখী হয়ে ভেঙ্গে পড়বো
তামাম দুনিয়া আঁধারে ঢেকে,
তোমাকে সামনে রেখে বজ্রপাতে
আকাশের মধ্যকোনে আলোকিত হবো।
এই রাতের ঘন নীল আকাশ
তাতে ভরা পূর্ণিমার চাঁদ তোমার তরে,
এখনো স্বপ্ন দেখি
তোমাকেই পাবো
সমুদ্রের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

তুমি কে ?

লিখেছেন নাহিদা নদী, ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩

মাঝে মাঝে একটা প্রশ্নে এসে খানিকটা ধমকে যাই
তুমি কে ?
তোমার অস্তিত্ব সেই কবেই তো বালুচরের অপটু পায়ের ছাপের মত মুছে গেছে,
তোমার ধ্বনিত লাজুক হাসি
কবেই বাতাসে মিলিয়ে গেছে।
তারপরও কোথা থেকে সুর ভেসে আসে-“ তুমি কে?”
তোমার জন্য নিন্দার মালা পড়েছি, দগ্ধ হয়েছি
শুনেছি লোকের অতি কথন।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

চিরকুট

লিখেছেন নাহিদা নদী, ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

ঘেমে ওঠা বুকপকেট থেকে পেলাম এক চিরকুট
কতদিন খেয়ালই করিনি
ভেবে দেখ সময় কি অদ্ভুত!
তাতে তোমার সলজ্জ হাসির ঠোঁটের ছোঁয়া
বাঁকা চাঁদের মতই আধখোয়া।
কেন দিয়েছিলে আজ আর মনে নেই
সেখানে লেখা-‘আমার কথা ভেবো না।‘
যদি ছেড়েই যাবে তাহলে বেঁধেছিলে কেন আক্রোশে?
ভাবি না।ভাবতে চাইও না।
হারিয়ে গিয়েছ সেই তো কবে।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

নতুন করে

লিখেছেন নাহিদা নদী, ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

আমি নতুন করে জানান দিব
সবে সন্ধ্যার কথা
বল কে আসবে? কে হবে আমার শ্রোতা?
ঝিঁঝিঁ পোকার শব্দ নেই
চায়ের দোকানে সরগরম হঠাৎ -
উঠতি ছেলের দল,আড্ডায় মুখরিত উঁচু-নিচু শব্দ অবিরত।
কিছু শ্রমিক দেখি,পোশাক কন্যাও দেখি বাড়ি ফেরার তাড়া
ফ্যাশন সচেতন তরুণী দেখি
আলো ঝলমলে শপিংমলে,
এদের কাছে দিন রাত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

প্রেমিকা

লিখেছেন নাহিদা নদী, ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

আজ আমি আমার প্রেমিকাকে ফেরত দেব
আমার প্রেমিকা বদল হয়, না সে আমার দোষ নয়।
নিয়তি !
চাইলেও সময়ের অধিক কাউকে ধরে রাখতে পারি না।
তাদের স্পর্শ করি, গন্ধ নেই বুঝতে চেষ্টা করি,
কখনো কখনো বুঝার আগেই ছেড়ে দিতে হয়।
না সে আমার দোষ নয়।
নিয়তি !
কাউকে খুব বিদঘুটে লাগে,
কারো আবার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

এই রোদ্রে

লিখেছেন নাহিদা নদী, ০২ রা আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৮

এই রোদ্রে তোমার সাথে আমার হাঁটার কথা ছিল
কোন এক শঙ্খ নদীর পাড়ে;
স্বচ্ছ জলে পা ডুবিয়ে আমার হতাশাকে
বিসর্জন দেওয়ার কথা ছিল।
নরম পলি পড়া মাটিতে সদ্য হাঁটতে শেখা,
শিশুর মত তোমার হাত ধরে হাঁটার কথা ছিল।
আমি শুধু পাল ভিড়ানোর স্বপ্ন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬৬৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ