somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি কবিতা লিখি ও আবৃত্তি করি। কৈশোর কাটিয়েছি মঞ্চনাটকের কাজ করে। সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকতে ভালো লাগে। শখের বশে পড়াশুনা করেছি বাংলা ভাষা ও সাহিত্যে। পৈতৃক নিবাস রাজবাড়ির জেলার পাংশায়।

আমার পরিসংখ্যান

আরিফ শামসুল
quote icon
আমি কবিতা লিখি ও আবৃত্তি করি। কৈশোর কাটিয়েছি মঞ্চনাটকের কাজ করে। সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকতে ভালো লাগে। শখের বশে পড়াশুনা করেছি বাংলা ভাষা ও সাহিত্যে। পৈতৃক নিবাস রাজবাড়ির জেলার পাংশায়।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কেউ সেদ্ধ জলপাই পেতে আসে

লিখেছেন আরিফ শামসুল, ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

সরলরেখার শেষ বিন্দুতে থামিয়ে দিয়েছি ইচ্ছের পা।
এটা গ্রীষ্মযাপন‒
ভালো বুঝি আমফুল ও জলযাত্রা।

আমরা পাই নাই রডোডেনড্রন।
শাপ পেঁচানো ম্লেচ্ছ সংসারে
বনমুখীর দল সেদ্ধ জলপাই পেতে আসে।

আমার আকাশে বেড়ানো তোমার চোখে এত দুর্বোধ্য!
ব্যবকলিত হয়েছ জোনাকির রাতে!
দেখে ফাগ লাগে নাই কি তোমার বরজে?
তুমি তবে কোন লোকে থাকো?

ম্যারাথন দৌড়ের পথে
আজ বাবার মতো থমকে আছি।
বাঁকা সড়ক অপছন্দ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

হিমসাঁতার

লিখেছেন আরিফ শামসুল, ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

তুই পানিতে নামার আগেই পত্রিকায়
ম্যানিপুলেট করে তোর গোসলের ছবি ছেপে দেয়;
খাদেমরাও তোর চেনা।
নামা না-নামা নিয়ে এখন তাই এত দোটানা!
দ্বিধা-ভয়, নামি নামি অভিনয়।
.
আমার হিমসাঁতার দেখে তোর ক্রূর মুখ।
.
অথচ তোর এই উত্তপ্ত গ্রহ শীতল রাখে
অবিরাম সাঁতরে চলা আমার বরফ বুক।
-
© আরিফ শামসুল
24.01.2017 বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

আরিফ শামসুল এর কয়েকটি কবিতা

লিখেছেন আরিফ শামসুল, ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

কাঠের মুখ

বাসায় ফিরে দেখি প্রিয়তমা নাই!
একটি বিবর্ণ শাড়ি
বিধ্বস্ত সুপারিগাছের
এদিকে সেদিকে থাকে শুধু পেঁচিয়ে
দুটি বিষণ্ন ভ্রমরের জানালামুখী উড়াউড়ি...
ঘুমন্ত পানির বোতল, অভিমানী বিছানা-বালিশ
ভুলে গেছে সন্ধ্যারাগ।

চোখের নদী তার ঢেকে গেছে
নির্জীব সময়ের তাবুতে
একটি কাঠের মুখ চোখের সামনে মেলে
খুঁজে পাই শতাব্দীর সভ্যতা ধ্বংসের ইতিবৃত্ত।

দেখি, শীত শেষের মেটেহাঁসগুলো
ভবিষ্যতের পথে দিল উড়াল।
হাত উঠিয়ে মেঘ ছোঁয়ার সামর্থ্য শেষ
আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

নিজেরা নিজেরা

লিখেছেন আরিফ শামসুল, ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

আমি ছাড়া তুমি আর কাউকে চুমোও না
—আমিও না কেবল তোমাকে ছাড়া।
নিজেদের চুমোর মাঝে ঈশ্বর হয়ে বসে আছেন যুগের হুজুগ।
.
কার্যতঃ লেজগুলোই আমাদের নাড়ায়,
খাঁটি ঘোড়া হওয়ার লোভে মূলোর পিছে ছুটি।
আসমানী রঙকে কত কতবার মাল্টিকালার ভেবেছি
দাপিয়ে বেড়ানো মেঘদের মরীচিকায়।
.
কালের দোহাই—আমাদের মুক্তি দাও গো কালিদাস
আমরা তো মনেপ্রাণে না যক্ষ না প্রিয়া।
.
আমাদের মৃতশরীর পিরামিডে যাক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

আমি তো ফিরবই, শীলা ম্যাম

লিখেছেন আরিফ শামসুল, ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩২

অলকানন্দায় ভেজা শার্ট সাইহান তীরে শুকিয়ে
সবুজের ঠিক দুই ইঞ্চি উপর দিয়ে উড়ে উড়ে
মাটির যথার্থ ঘ্রাণ অর্জন করে
আমি শীঘ্রই ফিরব, শীলা ম্যাম।
.
রশি দিয়ে দালান বেয়ে বেয়ে
অচেনা পথ চিনে নেব
বনজুঁই এর কাছে মন ছুঁই ছুঁইয়ের কথা প্রকাশ করব
আপনার শহরের রাত স্নিগ্ধ
তাই আদরের জোনাকিগুলো বানায় আকাশ-মরিচীকা
পরিচিত কাউকে পেলে তার বুকে ঢেলে দেব লম্বা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

বাবার ছাতা ও সরলরেখা

লিখেছেন আরিফ শামসুল, ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৫

সরলরেখার শেষবিন্দু পর্যন্ত বাবা জোর কদমে চলতেন। তারপর আর বক্ররেখায় এগিয়ে কারো ঘরে আশ্রয় চাইতেন না। অথচ মাথার আধাহাত উপর দিয়ে যে ছাতাটা বয়ে বেড়াতে দেখেছি, তার ছায়া কখনোই দীর্ঘতর হত না।
.
বছর বছর আমাদের জামা-কাপড় ছোট হয়ে শরীর থেকে নেমে যেত, দুই পা কামড়ে ধরত পুরনো জুতো। আমরা বাবার পা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

আহা কত সবুজ

লিখেছেন আরিফ শামসুল, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

না হয় ধরেই নিই ভদ্রলোক ঘরে আছেন; দরোজায় আঁকা দানব-চোখের পাশ কাটিয়ে চলেছি কাশের আমন্ত্রণে। সুপারিগাছের হাঁটাহাঁটি দেখে অবাক হই না; কেননা প্রাণীর বদলে মানুষ কেটে সমাজ শুদ্ধ করা হয় এখানে। আখের লগি নিয়ে নৌকায় চড়ার অধিকার সবাই পাবে না, তা ভেবেই চোখে এসে পড়ে স্বর্ণের বিশুদ্ধ ফোঁটা

জড় শরীর কতটুকু... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

শুধু নিজে

লিখেছেন আরিফ শামসুল, ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

এ মাসে কাশফুলের দরকারিতা ছিলো খুব; এবার সোজা ছেঁড়া কাঁথার যুগে চলে যাবো ভেবে। পায়ের রগ ফুলুক, না ফুলুক মেঘের পিঠে হাঁটার বয়স এখনো আছে।

কোন লোভে মন তবে মেঘাতুর হলো— ছুট দিলাম দড়ির গিঁট বরাবর !

আমি তো ঝোপের আড়ালের সৈনিক !

সংকটে ফেলে কেউ কেউ চোখ খুলে দিলো। খুলে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

অভক্তিপ্রায়মূলক

লিখেছেন আরিফ শামসুল, ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৭

সেমি-গাড়ি কেন মাটি দিয়ে চলবে, কী আশ্চর্য !
চলবে নভোমায়ায় বড়বড় গাড়ির গলি দিয়ে,
ওজনস্তর অস্বীকার করে,
স্ববৃত্তের কেন্দ্রে খানিক খানিক ফিরে।

সুধী মাউথপিছমণ্ডলী, এবার আমাকে তাক করুন
শুরু করব ‘হুজুরগিরি’
পারদর্শীরা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

অনেকদিন পর 'কুয়াশার মশালচি' শিরোনামে আরো দুইখান লিখলাম - কবিতা

লিখেছেন আরিফ শামসুল, ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

কুয়াশার মশালচি

১.
বোটায় ঝুলে চলা জল বিব্রত করেই
সঙ্গে যদিও নিলীন জামা
বিজারক মসুরির রাতকানা ভাব দেখে
ঘোমটা-বৌ সাজে পরিচ্ছন্ন পাখি

এও তো বিশেষ সকাল
কাঠের বিড়ালকে উপগ্রহ ভেবে
খুঁজে মরো কেন গো বালির বালিশ !

২.
নীবিবন্ধে কোটের বোতাম এঁটে গেলে
বৃদ্ধ নিমগাছের নিষেধ পাতে নেয় না কেউ
চোখের পরিধি টেনে বহুভূজ বানানো যায় কি?
শস্যের সরলতাই মূলতঃ মাসের কামাই
তাই আইলের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

উভলৈঙ্গিক আবলুস || আরিফ শামসুল

লিখেছেন আরিফ শামসুল, ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১

পেয়ারাপাতা দিয়ে চাঁদের বক্রতা ঢাকা যায় না বলে

মায়াকাননের ডালে ডালে

লালশাপলা দিয়ে শকুনেরা খোঁপা বাঁধে।

হাজার চেরাগের ধোঁয়া মগজে গিয়ে

শেষমেশ স্মৃতিই হয়ে গেছে অনির্বাণ।



ভোর মানেই তো বিকিনিবৃক্ষ না, ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

পরকাল

লিখেছেন আরিফ শামসুল, ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

কাজী সাহেব, আমাকে মৃত ঘোষণা করুন

টিয়ে-চেতনা লালসালুতে পুরে

পুলসিরাতে দেব হামাগুড়ি।



ফড়িঙরাজের মাথা পিঁপড়েরা টেনে নিয়ে যাচ্ছে…

সে-গুহায় উড়ুক জালালি কবুতর

হাড্ডিসার লেবুগাছের চোখ ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

আলপথযাত্রায় বেশি ঙ ঙ করতে নেই | আরিফ শামসুল

লিখেছেন আরিফ শামসুল, ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

অন্ধকারে লটকনের শরীর ব্যবচ্ছেদ করতে গিয়ে

আরশোলার আগমন জানান দেয়

লুকিয়ে থাকা দূরত্ব



আকাশের ব্যক্তিত্ব কি হাড়ির যোগান দিতে পারে

যে, দাঁতে নখ ছেঁড়ো? ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

হা-ভাতে কান্নাদের গাজিপালা

লিখেছেন আরিফ শামসুল, ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৯

অলস বিছাদের ঘাড়ে তুমি পাথর চাপাও না

সব সংজ্ঞা তাই এখানে কেন্দ্রবিন্দু হয়;

দুধের পেয়ালায় বিষ ঢেলে শাবককে মানবীয় করতে চাও বলে

স্বার্থই ঝটিকা মিছিল করে সমষ্টির বিরুদ্ধে।



যদিও হৃদয় জোয়ার-ভাঁটার জন্য শ্রেষ্ঠ সমুদ্র।

দুঃখী জলজ প্রাণীরা এখানে ফুসফুসচর্চা করে কবিতার আবেগে। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

লাল লেজের মোরগদের সাঁতার জানা বাধ্যতামূলক না

লিখেছেন আরিফ শামসুল, ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:০৫

মানিব্যাগের ছোট নোটটাই সময়মতো কেন্দ্রীয়চরিত্রে অভিনয় করে,

নদীতে নামার আগে তাই ফেসটুন অলঙ্করণ কম গুরুত্বপূর্ণ না;

বেশি মাইনে পাওয়ার পরও যে চাতকী ছোট বেশবাসে অতি উত্তরাধুনিক হয়

তার চোখের শীতশৈশব কি মিথ?



বাসে ঝুলে চলা চামচিকাপ্রাণ- জেনো,

পরিপূর্ণ সময়ে হালির লেবুরাও স্বতন্ত্র মূল্য পায় পাক ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২০৩৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ