(সামু এখন ভদ্রলোকের ব্লগ। যে গালি দেয় আর যে গালি খায় দুজনেই অপরাধী। তাই ভাষাটাও ভদ্র করলাম। কেউ গালাগালি দিলে মুছে দেওয়া হবে।)
Click This Link
এইটা হল সেই পোস্ট। এইখানেই প্রজন্ম৮৬ তার জীবনের সেরা আবিষ্কার করেছে। তা হল দু-পেয়ে গাধ ভারতীয়। সেই সাথে নিজের ল্যাঞ্জাটাও বের করে ফেলেছে। জুন মাসের ঘটনা।
প্রজন্মর লেখা পোস্ট গুলো দেখুন। জুন মাসেই সে অন্য দেশের ভিতরের ব্যাপার নিয়ে পাঁচটা পোস্ট দিয়েছে। এই দেশগুল হল ইজরায়েল, ফিলিস্তিন, জার্মানী, আমেরিকা, তুরস্ক ইত্যাদি। আর এরই একটার কাউন্টার পোস্ট দিয়ে সমালোচনা করা মাত্রই 'দু-পেয়ে ভারতীয়' বলে তার চোখে পড়েছে। তার আগে নয়।
সেই লোকই আবার লাফালাফি করছে যে তার কথার বা তার ধর্মের সমালোচনা করার অধিকার অন্য দেশের কারো থাকতে পারে না।
বাকিটা তো ইতিহাস। নাজনীন১ সম্ভবত কোনো নাস্তিকের সাইয়া নিক বলে পোস্ট দেওয়া।
যে মাসে প্রজন্ম৮৬ এই আবিষ্কার করেছিল সেই জুন মাসের কিছু পোস্ট
• তুরস্কের নির্বাচন, ৩য় বারের মত AK পার্টির বিজয় এবং এর্দোয়ানকে আমার শুভেচ্ছা
• সামু ব্লগে কি এমন নিক থাকতে পারে?? এর নাম সাম্প্রদায়িকতা না কি অন্যকিছু??
• ইরানের দুঃখজনক পরিস্থিতি এবং দুঃখিত আমি
• কিছু বিদেশী মানুষ এবং দেশী আমি
• দুটি তান্ডব
• ইসরাইল-ফিলিস্তিন সমস্যার সর্বশেষ পরিস্থিতি ওবামা'র ১৮০ ডিগ্রি পল্টি এবং তার বিশ্লেষন
• বোন আমার, তোমার সন্মান রক্ষার্থে সচেষ্ট থেকো।
• প্রোপাগান্ডার শিকার মুসলিম নারী! সচেতন হওয়া জরুরী!
প্রজন্ম কি ঐসব দেশের নাগরিক? তার চোদ্দো পুরুষ কোনোকালে সেখানের লোক ছিল? এর পরেও যদি সে ঐসব দেশের ব্যাপারে পোস্ট দিতে পারে তবে অন্য কোনো দেশের বাঙালী নাস্তিক বাংলাদেশের নাস্তিকতা নিয়ে কিছু লিখলে সে চিল্লায় কেন? পেমেন্ট হালাল করা ছাড়া আর কি কারণ থাকতে পারে?
গোল্ডফিশ মেমোরির ছাগুদের জন্য আবার বলি। গালাগালি দিলেই মুছে দেওয়া হবে। ব্লক করাও হতে পারে। কারণ
যে গালি দেয় আর যে গালি খায় দুজনকেই ব্যান করা হয়। - আল মডারেটার।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




