জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (AK / আক পার্টি ) ৫১% ভোট পেয়ে আবার ক্ষমতায় আসলো। ৫৫০ আসন বিশিষ্ট তুর্কী'র সংসদে আক পার্টি ৩২৮টি আসন পাবে বলেই ধারনা করা হচ্ছে। গত ২ টার্মে প্রধানমন্ত্রী রেজেব তায়িপ এর্দোয়ানের নেতৃত্বে দলটি আসলেই তুর্কী'র সামনে নতুন দিগন্তের সূচনা করছে। আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি'র আধুনিকায়নে ক্ষমতাসীনদের সাফল্য ইর্ষনীয়। তুর্কী'র দক্ষিনাঞ্চলে কুর্দিদের সাথে বিরাজমান পরিস্থিতিও মোটামুটি নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয়েছে এর্দোয়ানের আক পার্টি।
প্রধান বিরোধী দল CHP ( জে,হে,পে) গতবছর একটি কেলেংকারীর ফলে তাদের মুল নেতাকে হারায়। নতুন দায়িত্ব প্রাপ্ত কেমাল কিলিচদারওলু যথেষ্ট ভাল পারফর্ম্যান্স দেখিয়েও ২৫% এর বেশী ভোট টানতে পারে নাই। কামাল আতাতুর্কের গড়া দলটি তাদের নিদৃষ্ট ভোটারদের ধরে রাখতে ব্যার্থ এবং শুধুমাত্র ক্ষমতাসীন দলের বিরোধীদের নিয়ে বেশী কিছু করতে ব্যার্থ।
জাতীয়তাবাদী দল MHP ( মে, হে, পে ) একটি কট্টরপন্থী দল। এবং কট্টরদের বাইরে এদের গ্রহনযোগ্যতা খুবই কম। কোনমতে ১৩% ভোট পেয়েছে। কপাল ভাল , ১০% এর নিচে পেলে এরা সংসদে প্রবেশই করতে পারতো না।
মজার ব্যাপার হলো, কুর্দিদের দল, BDP ২৫- ৩০টা আসন পাবে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদিদের দুর্বল উপস্থিতিতে সংসদে কুর্দিদের ভবিষ্যৎ কেমন হয় তা দেখার বিষয়।
আংকারা বর্তমানে খুবই ব্যাস্ত। আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক উন্নয়নের মাঝে দিয়ে এর্দোয়ানের দল শুধু তুর্কীদের মনই জয় করে নাই বরং বিশ্বব্যাপি এর্দোয়ান জনপ্রিয় হয়ে উঠছে তার ন্যায়ের পক্ষে জোড়ালো অবস্থানের কারনে। কিন্তু দুঃখের ব্যাপার, একটি শ্রেণী এদের সহ্য করতে পারছে না। গত ১০ বছর ধরেই নিয়মিত অপপ্রচার চালিয়ে আসছে যে এর্দোয়ানের নেতৃত্ব তুর্কী শরীয়াতন্ত্রে ফেরৎ যাবে, ইরান হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ১০ বছরেও যখন এমন কিছু হয় নাই তাই এই নির্বাচনের আগে যোগ হয়েছিল, এর্দোয়ান যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। তুর্কী তার নিজ দেশে পরবাসী হবে ইত্যাদি !!! মজার বিষয় সবাই মুখে এর্দোয়ান বিরোধী কিন্তু কাগজে ঠিকই এর্দোয়ানকেই সবার পছন্দ।
বাংলাদেশে এর্দোয়ান
এটা প্রমানিত যে মানুষ সত্য মিথ্যা বুঝে, তাই তৃতীয় বারের মত এর্দোয়ানের নেতৃত্বে তুর্কীকে এগিয়ে নেবার সিদ্ধান্ত নিল তুর্কী জনগণ।
হাইদি তুর্কীয়ে, আফেরিন এর্দোয়ান!!!
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১১ রাত ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




