দুনিয়াতে হিজাব পরার চেয়ে বর্বর কিছু আছে নাকি? একজন নারী নিজেকে ঢেকে রাখবে কেন? কি কারনে?
এক বন্ধু মেইল করে একটি ভিডিও'র লিংক দিল।বললো যে, এই ঘটনাটা যদি দুবাইতে কোন খ্রিস্টান বা ইহুদি নারীর সাথে ঘটতো তাহলে কি হতো?
২০০৯এ জার্মানীতে এক প্রেগন্যান্ট মিশরীয় নারীকে কোর্টরুমের মধ্যেই ১৮ বার ছুরি দিয়ে ঘাই দিয়ে হত্যা করা হয়েছিল তার স্বামী এবং ৩ বছরের সন্তানের সামনেই।
মহিলার স্বামী যখন তাকে রক্ষা করার জন্য ঝাপ দেয় তখন পুলিশ তাকেই পায়ে গুলি করে। আর হত্যাকারী থাকে নিরাপদ।
২০০৮ এ এক পার্কে ছেলে নিয়ে বসে থাকা অবস্থায় তার প্রতিবেশী এক যুবক তাকে "স্লাট" ও "টেরোরিস্ট" বলে এবং মাথা থেকে হিজাব খুলে ফেলতে বলে।
মহিলা কোর্টে অভিযোগ করলে যুবকের ৭৮০ ইউরো ফাইন হয় কিন্তু সেই যুবক কোর্টে বলে যে, এই অভিযোগ সে মেনে নিতে পারে না কারন ঐ হিজাব পরা মহিলা মানুষই না!
এর পরমুহুর্তেই সে তার স্বামী ও সন্তানের সামনে আক্রমন করে ১৮টা ঘাই দিয়ে হত্যা করে।সে পিএইচডি করছিল সেখানে তার স্বামীও একজন একাডেমিয়ান। গর্ভবতী একজন নারীকে কোর্টরুমে হত্যা করা হয় শুধু মাত্র হিজাব করার জন্য-------- একদম উচিত শিক্ষা এবার যদি মুসলমানদের শিক্ষা হয়! কত্তবড় বর্বর মানসিকতা! হিজাব পরে!!!!!!!!
সেই সন্ত্রাসী বর্বর পরিবার, হিজাব পরা বর্বর বোনটি তার স্বামী ও সন্তান সহ।
আমি বন্ধুকে লিখলাম,
এই ঘটনা নিয়ে কোনদিন আমি কোন বক্তব্য রাখবো না কিন্তু ব্লগে কোন মুসলমান যদি ইসলাম নিয়ে ২-৪ কথা লেখে তাহলে আমি সেখানে উপস্থিত হবো এবং বলবো, বর্বর কোথাকার, তোদের জন্যই আজ মুসলিমরা সন্ত্রাসী, থু থু মারি এমন মুসলমানদের মুখে।
আমি সুশীল তো তাই আমার এমন কথা বলতেই হয়!
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




