প্রতিটি স্বপ্নের অপমৃত্যু-১
প্রতিমুহূর্তে ইথারের চোখে দেখেছি আমার স্বপ্নের অপমৃত্যু। প্রতিমুহূর্তে অনুভব করেছি আমার আত্মার আর্তনাদ। প্রতিটি দিন সিসিফাসের মতো আমার স্বপ্নের বোঝা নিয়ে গেছি ইথারের কাছে। প্রতিটি রাতে প্রমিথিউসের মতো নতুন করে আহত মনটাকে নিয়ে ফিরে এসেছি নিজের কাছে।
স্বপ্নগুলো নীল-রঙা কাঁচ হয়ে ভেঙে পড়েছে আমার মনের আঙিনায়। সেই কাঁচের টুকরোগুলোয় প্রতিনিয়তই পূণর্জন্ম... বাকিটুকু পড়ুন

