-নক্ষত্র থেকে নক্ষত্রের পথ ধরে বয়ে চলা
সমান্তরাল পথে সারাটি জীবন কাটিয়ে দেয়া
নীল ভালোবাসার বিষাক্ততায় নীল হয়ে যাওয়া।
-নির্ঘুম চোখে কাটিয়ে দেয়া অজস্র সব রাত্রি
এক ফুঁয়ে নিভিয়ে দেয়া এক মোমবাতি
-জড়তায় জীর্ণ হয়ে যাওয়া সব স্বপ্ন
স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে জেগে ওঠা সব সকাল
বিস্মৃতির অতলে সত্তাকে বিকিয়ে দেয়া সব বিকেল।
-নির্ঘুম চোখে কাটিয়ে দেয়া অজস্র সব রাত্রি
এক ফুঁয়ে নিভিয়ে দেয়া এক মোমবাতি
-নিয়তি আজ আমার হাতে বন্দী
আকাশ থেকে খসে পড়া তারার মতো
এই পৃথিবীর ভীড়ে হারিয়ে গেছি আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




